দিলিপ ঘোষের CBI সেটিং তত্ত্ব উড়িয়ে দিলেন ফাল্গুনী পাত্র

দিলিপ ঘোষের CBI সেটিং তত্ত্ব উড়িয়ে দিলেন ফাল্গুনী পাত্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিলিপ ঘোষের CBI সেটিং তত্ত্ব উড়িয়ে দিলেন শ্যামনগরের বিজেপির শহিদ পরিবার এবং বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র। দিলীপ ঘোষের CBI সেটিং তত্ত্ব উড়িয়ে দিলেন জগদ্দল থানার শ্যামনগরের বিজেপির শহিদ পরিবারের সদস্যরা। ২০২১ সালে ২রা মে শাসক দলের করমিদের হাতে খুন হয়েছিলেন শোভারানী মন্ডল( ৮০)।সেই ঘটনার তদন্ত ভার নেই CBI, ইতিমধ্যে CBI নয় জন কে গ্রেফতার করেছে।

 

বাকীদের খোজে তল্লাশি চালাচ্ছে। তবে শুধু খুনিদের গ্রেফতারই নয়, অভিযুক্তরা কেউ হুমকি দিচ্ছে কিনা বা কোন অসুবিধা হচ্ছে কিনা তার সব’দা CBI রুটিন মাফিক নজরদারি রাখায় খুশি বিজেপির শহিদ শোভারানি মন্ডলের পরিবার। দিলিপ ঘোষ কেন একথা বলছেন? তা নিয়ে মাথা ব্যাথা নেই মৃত শোভারানি মন্ডলের পুত্রবধু এবং বিজেপির ২০২১ এর ভাটপাড়া পৌরসভার ৩০ নং ওয়ার্ড এর বিজেপির প্রাথী সুমিত্রা মন্ডল।

 

তবে বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, CBI ইর তদন্তের উপর আস্থা রেখে বলেন, রাজ্য পুলিশ প্রমান লোপাট করায় তদন্তে দেরি হচ্ছে CBI ইর।তবে CBI ঠিক তদন্ত করছে দাবি বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্রের।দিলীপ ঘোষ এর CBIসেটিং তত্ত্ব এটা দিলিপ ঘোষের ব্যক্তিগত মতামত বলে জানান ফাল্গুনী পাত্র।

আরও পড়ুন – সিমেন্ট ও তুষের বস্তার নিচে অবৈধ সেগুন কাঠ পাচারের চেষ্টা,গ্রেপ্তার ৫

উল্লেখ্য, দিলিপ ঘোষের CBI সেটিং তত্ত্ব উড়িয়ে দিলেন শ্যামনগরের বিজেপির শহিদ পরিবার এবং বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র। দিলীপ ঘোষের CBI সেটিং তত্ত্ব উড়িয়ে দিলেন জগদ্দল থানার শ্যামনগরের বিজেপির শহিদ পরিবারের সদস্যরা।২০২১ সালে ২রা মে শাসক দলের করমিদের হাতে খুন হয়েছিলেন শোভারানী মন্ডল( ৮০)।সেই ঘটনার তদন্ত ভার নেই CBI, ইতিমধ্যে CBI নয় জন কে গ্রেফতার করেছে।

 

বাকীদের খোজে তল্লাশি চালাচ্ছে। তবে শুধু খুনিদের গ্রেফতারই নয়, অভিযুক্তরা কেউ হুমকি দিচ্ছে কিনা বা কোন অসুবিধা হচ্ছে কিনা তার সব’দা CBI রুটিন মাফিক নজরদারি রাখায় খুশি বিজেপির শহিদ শোভারানি মন্ডলের পরিবার।দিলিপ ঘোষ কেন একথা বলছেন? তা নিয়ে মাথা ব্যাথা নেই মৃত শোভারানি মন্ডলের পুত্রবধু এবং বিজেপির ২০২১ এর ভাটপাড়া পৌরসভার ৩০ নং ওয়ার্ড এর বিজেপির প্রাথী সুমিত্রা মন্ডল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top