
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৫ ফেব্রুয়ারি, ফের দিলীপের বিতর্কিত মন্তব্য। পার্ক সার্কাস শাহীন বাগে অশিক্ষিত মহিলারা আন্দোলন করছেন। বিরিয়ানী ও খাওয়া দাওয়ার লোভে তার সেখানে বসছেন বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।এরূপ বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী।
আজ বিধান সভায় তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। তার অভিযোগ দিলীপ বাবু এই কথা মহিলাদের অসম্মান করা হল না তাদের আন্দোলন কে খোট করার চেষ্টা করেছেন তিনি। একই ভাবে কংগ্রেস বিধায়াক মনোজ চক্রবর্তী র অভিযোগ, ‘দিলীপ ঘোষ একজন সংসদ এবং দলের সভাপতি হয়ে কি ভাবে এই কথা বলেন। তার মাথা খারাপ হয়েছে। এটা বিজেপি সংস্কৃতির পরিপন্থী? নাকি কি দিলীপ বাবু নিজের দলের সংস্কৃতি থেকেও উর্দ্ধে উঠে গেছেন।



















