দিলীপের বেফাঁস “ভিখারি” মন্তব্য লজ্জাজনক,তোপ তৃনমূলের

দিলীপের বেফাঁস “ভিখারি” মন্তব্য লজ্জাজনক,তোপ তৃনমূলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিলীপের বেফাঁস “ভিখারি” মন্তব্য লজ্জাজনক, তোপ তৃনমূলের. বিজেপির জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বেফাঁস “ভিখারি” মন্তব্য খুবই লজ্জাজনক। এমনই তোপ দাগল তৃনমূল কংগ্রেস। তৃনমূলের সংসদ থেকে মন্ত্রী এই বিষয়ে বিভিন্ন জায়গায় সরব হয়েছেন। কেউ বিষয়টিকে ভালো চোখে দেখছে না। তাদের কথায়, এটা বাংলার মানুষের ভাগাবেগে আঘাত করেছে। এটা ঠিক নয়। এটা বিজেপির কালচার পরিণত হয়েছে। বাংলার মানুষ সব দেখছে। শনিবার দুর্গাপুরে দলীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ।  সেখানেই তিনি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মস্তিষ্কপ্রসূত প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’কে।  শুধু তাই নয়, দিলীপ বাংলার মানুষকে ‘ভিখারি’ বলেছেন বলেও অভিযোগ।

 

দিলীপ ঘোষ বলেন “এরা প্রত্যেকটা চোর। কিন্তু আপনাকে রেশন থেকে চাল দিয়েছে। কাপড় দিয়েছে। কোথাও কিছু টাকা দিয়েছে। দিদিমণি মাসে ৫০০ টাকা করে দিচ্ছেন। তার জন্য লোকে ভোট দিচ্ছে। আর ৫ বছর ধরে তারা লুটছে। লক্ষ্মীর ভান্ডারে সারা দিন মহিলারা রোদ্দুরের মধ্যে বাচ্চা কোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে। কি না মাসে ৫০০ টাকা পাব। এত ভিখারি হয়ে গিয়েছি আমরা! কারণ, কিছুই পাই না। যা পাই তাই ভাল। ৫০০ টাকা হলেও ঠিকই আছে।”

আরও পড়ুন – বড়দিনের উৎসবে মেতে উঠবে গাজোলের আলমপুর

এই প্রসঙ্গে দিলীপের নাম না করে তাঁকে এর পাল্টা দিয়েছেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।তিনি বলেন, ‘‘বিজেপির জাতীয় সহ-সভাপতি বাংলার মানুষকে ভিখারি বলেছেন! কেন? কারণ তাঁরা যথাযথ ভাবে পশ্চিমবঙ্গ সরকারের চালু করা কল্যাণকর প্রকল্পগুলিকে বেছে নিয়েছেন বলে। আমাদের লোকেদের অসম্মান করা বিজেপি নেতাদের কাছে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের অবমাননাকর মন্তব্যের জন্য বিজেপির লজ্জা হওয়া উচিত।

 

উল্লেখ্য, দিলীপের বেফাঁস “ভিখারি” মন্তব্য লজ্জাজনক, তোপ তৃনমূলের. বিজেপির জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বেফাঁস “ভিখারি” মন্তব্য খুবই লজ্জাজনক। এমনই তোপ দাগল তৃনমূল কংগ্রেস। তৃনমূলের সংসদ থেকে মন্ত্রী এই বিষয়ে বিভিন্ন জায়গায় সরব হয়েছেন। কেউ বিষয়টিকে ভালো চোখে দেখছে না। তাদের কথায়, এটা বাংলার মানুষের ভাগাবেগে আঘাত করেছে। এটা ঠিক নয়। এটা বিজেপির কালচার পরিণত হয়েছে। বাংলার মানুষ সব দেখছে। শনিবার দুর্গাপুরে দলীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ।  সেখানেই তিনি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মস্তিষ্কপ্রসূত প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’কে।  শুধু তাই নয়, দিলীপ বাংলার মানুষকে ‘ভিখারি’ বলেছেন বলেও অভিযোগ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top