দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বিভিন্ন থানায় অভিযোগ, নিয়ে যা বললেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বিভিন্ন থানায় অভিযোগ, নিয়ে যা বললেন দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বিভিন্ন থানায় অভিযোগ নিয়ে দিলীপ ঘোষ কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, এর আগে অনেকবার এফ আই আর হয়েছে বলার কি আছে পশ্চিমবঙ্গে যত কোর্ট আছে সব জায়গায় কেস করেছে, যত থানা আছে সব জায়গায় এফ আই আর আছে। এর বেশি তৃণমূল কিছু করতে পারেনা।

 

তৃণমূল ভবনে তৃণমূলের প্রতিনিধি দলের যাওয়া নিয়ে তিনি বলেন, কার পয়সা নিয়েছে সিন্ডিকেট চালিয়েছি কাঠমানি চালিয়েছে খুন করেছি বোম মেরে কি কারো বাড়িতে যারা এসব করে তাদের বিরুদ্ধে এফআইআর নেয় না পুলিশ আমি মমতা ব্যানার্জির যা যা উল্টাপাল্টা বলে সেটা বলেছি আমি তো নাটক করিনি যে গভর্নর কে ন্যাকা বলে বাকা বলে তার পায়ে পড়তে গেছে নির্লজ্জ দল বেহায়ার দল লজ্জা করে না গভর্নর কে সকাল সন্ধ্যা অপমান করছে আবার তার পায় পরছো দিলীপ ঘোষ অ্যারেস্ট করার জন্য আমি তো রাস্তায় আছি পুলিশ পাঠাও অ্যারেস্ট করো দম থাকলে নিকম্মার দল কোন দম নেই এদের চোরের দল সব কটা চোর ডাকাত জানে আমি বলছি না কুনাল ঘোষ বলছে অর্জুন সিং বলেছেন গরু চোরের দল কয়লা চোরের দল তোমার পার্টির লোক সার্টিফিকেট দিয়েছে আমি সেটা লোককে মনে করিয়ে দিয়েছি যেখানে সেখানে গিয়ে নিজেকে যা ইচ্ছা বলবে দিলীপ ঘোষের দম আছে চোখে আঙুল দেওয়া তাই দিয়েছি, দরকার হলে চৌরাস্তায় দাঁড়িয়ে বলব এখানে ভবানীপুরে গিয়ে বলবো চোরকে চোর বলবো, ডাকাতকে ডাকাত বলব মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো। কর এরেস্ট আমাকে দম থাকলে তাহলে দেখবে বিজেপি কি জিনিস।

 

ক্যানিং এ তৃণমূল কর্মী খুন হওয়া নিয়ে তিনি বলেন, টিএমসির বাড়িতে বোম বন্ধক পার্টি অফিসে মার কাঠ এগুলোকে চাপা দেওয়ার জন্য গভর্নরের বাড়িতে চা খেতে গেছে না নিউজ করছেন ট্রেন্ডিং হচ্ছে অ্যারেস্ট দিলীপ ঘোষ আরো ছয় বছর তোদের বুকে পা দিয়ে রাজনীতি করেছি তোদের ঘরে ঢুকেছি গুহায় গিয়ে চমকে এসেছি গায়ে হাত দিতে পারিস না তোদের দম আমার জানা আছে। টুইটার করবে তোর নেত্রী যা বলেছে অ্যারেস্ট কর দম থাকলে অপমান করেছে লোককে সেই দম নেই। দিলীপ ঘোষের বিরুদ্ধে বলে নিজেদের পাবলিসিটি নিতে যাচ্ছে ব্রাত্য বসু ছবি তুলতে গেছে দিলীপ ঘোষের বিরুদ্ধে স্টেটমেন্ট দিলে টিভিতে দেখাবে তাই রাজভবনে গেছে।

 

মহাম্মদ সেলিমের টুইট নিয়ে তিনি বলেন, কেউ যদি চুরি করে তাকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে চুরি করাটা কি বৈধ হয়ে গেল টিএমসির সব নেতারা চুরি করে কয়জন জেলে গেছে সবাই জানে পাবলিক পায়ে ধরে টাকা চাইছে আবার কেউ বাড়ির সামনে ধরনা দিচ্ছে টাকা চাইছে কেউ শাস্তি পায়নি বলে চুরি টা কি বৈধ হয়ে গেল তোমাকে কেউ চুরি করার অধিকার দিয়েছে একজন রাজনীতিবিদ এমপি সে যখন মানুষের মনে আঘাত দেয় তার ক্ষমা চাওয়া উচিত এবং এটাকে কখনো বৈধ বলে মনে করা যায় না।

আরও পড়ুন – পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত, হুঁশিয়ারি দেবদাস মন্ডলের

মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বলেন, কি কাজ করতে গেছেন উনি লিখে ভুল করছেন উনার পার্টি থেকে বেশি কিছু আশা করা যায় না উনি যখন অসংলগ্ন কথাবার্তা বলেন প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের রাজ্যপালকে যে ভাষায় উনি কথা বলেন পার্টি থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এর বেশি সভ্যতা আশা করা যায় না।

 

আদিবাসীদের ধর্মকে স্বীকৃতি দিতে কেন্দ্রকে চিঠি লিখল রাজ্য এই প্রসঙ্গে তিনি বলেন, দ্রৌপদী মূর্মু রাষ্ট্রপতি করে বিজেপি তৃণমূলের মুখোশ খুলে দিয়েছে, যারা নিজেদেরকে আদিবাসী এই কাছের মনে করেন তারা দ্রৌপদী মুর্মই প্রমাণ করে দেবেন মমতা ব্যানার্জি আদিবাসীদের পক্ষে না বিপক্ষে আদিবাসীদের শোষণ করে তাদেরকে এরকম গরিব রেখে দিয়ে রাজনীতি করছে সবার মুখোশ খুলে দেবেন দম থাকলে যদি আদিবাসীদের ভালবাসেন বা সম্মান করে স্বর্ণ ধর্মের জন্য করতে হবে না আগে দ্রৌপদী মুর্মু কে সমর্থন করে দেখান যে আপনারা আদিবাসীদের পক্ষে নইলে সমাজ মনে করবে আপনারা আদিবাসীদের বিরুদ্ধে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top