নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা:- দুর্গানগর স্পোটিং ক্লাবের কাছে দিলীপ ঘোষের চা-চক্রের মঞ্চ ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতা দীপক বোস এবং তার দলবলের বিরুদ্ধে বিজেপি নেতা ও কর্মীদের মারধর করার অভিযোগ উঠল। বিজেপির এক মহিলা সহ পাঁচ জন এই ঘটনায় আহত হয়েছে। আগামীকাল দুর্গানগর স্পোর্টিং ক্লাবের সামনে দিলীপ ঘোষের চা চক্রের অনুষ্ঠান হওয়ার কথা। সেই উপলক্ষে এদিন মঞ্চ তৈরি করেছিল বিজেপি কর্মীরা। সেই সময় দীপক বোস ও তার বাহিনী এসে মঞ্চ ভাঙতে শুরু করে। ছিঁড়ে দেওয়া হয় অনুষ্ঠানের ব্যানার। বিজেপি কর্মীরা প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হয় তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিমতা থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
দিলীপ ঘোষের চা-চক্রের মঞ্চ ভেঙ্গে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দিলীপ ঘোষের চা-চক্রের মঞ্চ ভেঙ্গে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram