নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ১৪ জানুয়ারি, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতার নাম করে বাংলায় যেভাবে সরকারী সম্পত্তি ধ্বংস হচ্ছে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জীর সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না।গোটা বাংলায় চলছে লুঙ্গি বাহিনীর দাপট।সম্প্রতি নদীয়ার রানাঘাটে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন,আসাম ও উত্তর প্রদেশে এদের গুলি করে মারা হয়েছে বলার যে বিধান দিয়েছিলেন তাই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি।দিলীপ ঘোষের এরূপ মন্তব্যের প্রেক্ষিতে এবার রানাঘাট থানায় অভিযোগ দায়ের করল রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস এর সম্পাদক কৃষ্ণেন্দু ব্যানার্জি।
সোমবার রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষে রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু ব্যানার্জী। অবিলম্বে দিলীপ ঘোষের গ্রেফতারি চাওয়ার পাশাপাশি কৃষ্ণেন্দু বাবুর দাবি যে, দিলিপ বাবুর কাছে যদি কোনো আগ্নেয়াস্ত্র থাকে তবে তা বাজেয়াপ্ত করতে হবে।পাশাপাশি কর্ণাটক,আসাম,উত্তরপ্রদেশে যেভাবে সকারের মদতে যে দমননীতি চলছে -তা স্বীকার করেছেন বিজেপি রাজ্য সভাপতি।তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন এই তৃণমূল নেতা।