“দিলীপ ঘোষ কে হিন্দু শেখাতে আসবেন না” – সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের মন্তব্য!

“দিলীপ ঘোষ কে হিন্দু শেখাতে আসবেন না” – সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের মন্তব্য!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram






পূর্ব মেদিনীপুর: বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার দিঘার সী বিচে মর্নিং ওয়ার্ক করতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি স্ব-স্ত্রীক দিলীপ ঘোষ কে। একেবারে খোঁজ মেজাজে মর্নিং ওয়ার্ক ছাড়লেন দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণ সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিষয়ে মুখ খুললেন। দিলীপ ঘোষ কে হিন্দুত্ব শেখাবেন না কার্যত দলের নেতাদের এই ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন রাজ্য সভাপতি। সেই সঙ্গে তিনি বলেন তিনি বলেন ২০১৯ সালের পর নিজের হাতে যেভাবে বাগান সাজিয়ে দিয়েছিলাম আজ তা নিঃস্ব হতে বসেছে এর দায় কে নেবে। ৭৭ টা বিধায়ক ও 19 জন সংসদ তৈরি করেছিলাম দলের 257 জন কর্মীর রক্তের বিনিময়ে। আজকে তা কোথায় গিয়ে ঠেকেছে সেটা লক্ষ্য করতে হবে। পাশাপাশি ২০২১ সালের পর দল কোথায় জিতছে। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মেম্বারা ছেড়ে চলে যাচ্ছে এর দায়ী কে নেবে। আমি কোন দল পরিবর্তন করছি না, পশ্চিমবঙ্গ কি পরিবর্তন করতে হবে। অর্ধেকটা হয়ে গেছে বাকি অর্ধেকটাও করবো। আমি বিজেপিতে আছি বিজেপিতে থেকেই পরিবর্তন করব বাকিরা বুঝে নি কে কোন দলে থেকে করবে। কারা আজকে বড় বড় কথা বলছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে রাজনীতি করেছে,এককালে কালিঘাটের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতো।

RECOMMENDED FOR YOU.....