উত্তর ২৪পরগণা:- দিলীপ ঘোষ যতদিন থাকবে ততদিন তৃনমুলের ভাল।ও কোন পরিসংখ্যান জানে না।পড়াশোন নেই।জানে না সংবিধান ও।একজন সাংসদ হয়ে মমতা ব্যানার্জী কি করে রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তুলতো না।দাবী রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকোর।

আজ মধ্যমগ্রাম জেলা তৃনমূল কংগ্রেসের পার্টী অফিসে এসে তিনি এই কথা বলেন।আর বেলঘড়িয়াতে তৃনমুল পার্টি অফিসে গুলি কান্ডে বিজেপির দিকেই অভিযোগ তুলেন উত্তর ২৪ পরগনা জেলা তবে কংগ্রেসের সভাপতি তথা বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার দাবী পুলিশকে রাজনৈতিক রং না দেখে বেলাঘড়িয়া কান্ডের কিনারা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি বিধান সভা নির্বাচনের হার টা মানতে পারছে না।তাই আবার রাজ্যে অশান্তি পাকাবার চেস্টা করছে।বলে অভিযোগ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।এবারে যারা বিধান সভায় বিজেপির হয়ে গেছে তাদের পরিপক্কতা কম বলে মত তাঁর।আর এঁদের সঙ্গে রাজ্যপাল জুটেছে অভিযোগ বনমন্ত্রীর।