দিলীপ বাবুর কাছে যেটি হাতি তৃণমূলের কাছে সেটি মশাঃ কুনাল। রাজ্যের নির্বাচন ও রাজ্যের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বিরোধী শিবিরের সমালোচনা নিয়ে মুখ খুললেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। বুধবার কোচবিহারের একটি বেসরকারী হোটেলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এরপরেই তিনি বেশ কয়েকটি বিষয় নিয়ে মুখ খোলেন।
এদিন কুনাল ঘোষ রাজ্য পুলিশ দিয়ে ভোট প্রসঙ্গে জানান, সংবিধান সংশোধন করে তারা তাদের নিজেদের রাজ্যে বিকল্প ব্যবস্থা করুক। এই নির্বাচন রাজ্য সরকার ইচ্ছেমতো করছে না, সেখানে স্পষ্ট বলা আছে কে কোন নির্বাচনটি পরিচালনা করবেন।
বিজেপি নেতা দিলীপ ঘোষের ডামাডোল প্রসঙ্গে কুনাল বাবু বলেন, বিভিন্ন গণ আন্দোলন লড়াই এসবের মধ্য দিয়েই মমতা ব্যানার্জি নিজের জায়গা তৈরি করেছেন। দিলীপবাবুর কাছে যে জিনিসটি হাতির মতো মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কাছে সেটি মশা। তৃণমূল কংগ্রেসের জন্ম হয় সে সময় দিলীপবাবু হাফপ্যান্ট পড়ে আরএসএস করতেন রাজনীতিটাও তিনি ঠিকমতো করেননি। সুতরাং বাংলায় খুব ভালো কাজ হচ্ছে যদি কোন রকম ভুল থাকে তবে তা সংশোধনও করা হচ্ছে। যদি মেদ জমে থাকে তবে তা ঝরিয়ে ফেলে পুরোদস্তুর ফিটনেস নিয়ে দল নতুনভাবে এগিয়ে যাবে।
আরও পড়ুন – পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু প্রকাশিত হলো আসন সংরক্ষণের খসড়া
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তুই প্রসঙ্গে কুনাল বাবু জানান, শুভেন্দু বাবু যে সমস্ত টুইট করছেন বা যে সমস্ত টুইট করে মমতা ব্যানার্জি কিংবা তার দলকে আক্রমণ শানাচ্ছেন, তিনি একটি টুইট করে জানান শুভেন্দু বাবু ও তার পরিবার সরকারি, সাংগঠনিক ও প্রশাসনিক কয়টি পদে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তা টুইট করে জানাক, সমস্ত প্রশ্নের উত্তর দেব।
প্রাথমিক নিয়োগ প্রসঙ্গে কুনাল বাবু বলেন, যারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন, তাদের জন্য সংবেদনশীল মন নিয়ে আমরা বিষয়টি মেটানোর চেষ্টা করছি। সে ক্ষেত্রে কোর্টের কথা মেনে এসএসসি প্রস্তুত রয়েছে, তারা দুটি ফর্মুলার কথাও বলেছেন। এখন যারা ধরেনায় বসছেন তারা ধারনায় বসছেন কেন তারা কোর্টে যাক। নিশ্চিতভাবেই তাদের চাকরি হবে। কিন্তু এই ধর্ণাকে বিরোধী দলের রাজনৈতিক পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক এবং সম্পূর্ণ আইনের ব্যাপার।



















