দিল্লী – দিল্লির শাহদারার রাম নগর এলাকায় একটি ই-রিকশা চার্জিং এবং পার্কিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দু’জন। আগুনে দগ্ধ হয়েছেন আরও চারজন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার, ২৫ মে সকাল সাড়ে ছ’টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চার্জ দেওয়ার সময় শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে—তাঁরা হলেন মধ্যপ্রদেশের টিকমগড় জেলার বাসিন্দা ব্রিজেশ (১৯) এবং মণিরাম (১৮)। জানা গেছে, তাঁরা স্টেশনের ভেতরেই ঘুমোচ্ছিলেন, সেই সময়েই আগুন ছড়িয়ে পড়ে এবং তাঁরা আর বেরোতে পারেননি। আগুন নিয়ন্ত্রণে আসার পর তাঁদের দেহ উদ্ধার করে দমকল বাহিনী।ঘটনায় দগ্ধ হয়েছেন আরও চারজন—হরিশঙ্কর (১৯), রিঙ্কু (১৮), মুকেশ (২২) এবং বিপিন (১৯)। তাঁরা মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আহতদের চিকিৎসা চলছে।পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং একজনকে আটক করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে ফরেন্সিক পরীক্ষা চালানো হবে বলে জানা গিয়েছে।
