নিজস্ব সংবাদদাতা, নিউ দিল্লী ,৪ জুলাই : – নিজের ছেলের হাতে মায়ের মৃত্যু হলো দিল্লিতে। কারণ মা তার ছেলেকে মদ্যপান থেকে বিরত থাকতে বলেছিলো। তার জন্য ছেলে মদ্যপ অবস্থায় মাকে গুলি করে। রাতে পুলিশের কাছে খবর আসে এক ৬০ বছর বয়সি মহিলাকে গুলি করা হয়েছে, এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনটি ঘটেছে উত্তর দিল্লির বাওয়ানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মহিলার বাঁ চোখে গুলি করা হয়েছিল, হাসপাতালে আনতে আনতেই তাঁর মৃত্যু হয়। তদন্ত করে জানা যায়, ছেলের নাম সূর্য , বয়স ২৬, পেশায় গাড়িচালক, প্রতিদিন মদ্যপান করায় ও মধ্যরাতে বাড়ি ফেরায় তার ৬০ বছরের মা এদিন তাকে বকাবকি করছিলেন। তখনই মদ্যপ অবস্থায় তার মায়ের বাঁ চোখে গুলি করে সূর্য। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে এবং ব্যবহৃত বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে।