দিল্লিতে ফুটপাথে ঘুমন্ত পাঁচজনকে পিষে দিলে অডি গাড়ি, মদ্যপ চালক গ্রেফতার

দিল্লিতে ফুটপাথে ঘুমন্ত পাঁচজনকে পিষে দিলে অডি গাড়ি, মদ্যপ চালক গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লি – নয়াদিল্লির বসন্ত বিহার এলাকার শিব ক্যাম্পে ৯ জুলাই মাঝরাতে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। রাত প্রায় ১:৪৫ মিনিটে, উৎসব শেখর (৪০) নামের এক ব্যক্তি দ্রুতগতির বিলাসবহুল অডি গাড়ি নিয়ে ফুটপাথে উঠে পড়েন এবং ঘুমন্ত পাঁচজন পথবাসীকে পিষে দেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন এক আট বছরের কন্যাশিশুও।

অভিযুক্ত চালক উৎসব শেখর, পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী, দিল্লির দ্বারকার বাসিন্দা। তিনি নয়ডা থেকে বাড়ি ফিরছিলেন এবং মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া ড্রাইভিং এবং অনিচ্ছাকৃত আঘাতের ধারায় মামলা রুজু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাদা অডি গাড়িটি প্রথমে ফুটপাথে ওঠে এবং পাঁচজনকে চাপা দিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে। আহতরা হলেন লাধি (৪০), তাঁর মেয়ে বিমলা (৮), স্বামী সাবামি ওরফে চিরমা (৪৫), রাম চন্দর (৪৫) ও তাঁর স্ত্রী নারায়ণী (৩৫)। এঁরা সকলেই রাজস্থানের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দিল্লির শিব ক্যাম্পে ফুটপাথে বসবাস করেন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁরা গুরুতর আহত হলেও বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

উল্লেখযোগ্যভাবে, এই দুর্ঘটনা দিল্লিতে সাম্প্রতিক একাধিক বেপরোয়া ড্রাইভিং সংক্রান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বেগজনক। মে মাসে এক যুবকের গাড়ি একটি বস্তিতে ঢুকে দুজনকে হত্যা করেছিল, এবং এপ্রিলে এক কিশোরের গাড়ির ধাক্কায় মারা গিয়েছিল দুই বছরের শিশু।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top