দিল্লি – দিল্লিতে এক বাঙালি মা ও শিশুকে হেনস্থার অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার’ বলে উড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থাপিত অভিযোগ সরাসরি খারিজ করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী বীরভূমে ভাষা আন্দোলনের সূচনার দিনে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বিজেপিকে আক্রমণ করেছিলেন। ওই ভিডিওতে এক ব্যক্তি দাবি করেছিলেন যে দিল্লি পুলিশ তার দেড় বছরের শিশু ও স্ত্রীকে মারধর করেছে।
ডিসিপি ধানিয়া জানান, ভিডিওটির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। স্থানীয় গোয়েন্দা ও প্রযুক্তিগত পরীক্ষার মাধ্যমে প্রমাণ সংগ্রহের পর ভিডিওতে দেখানো পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, মালদহের এক নেতার নির্দেশে পরিবারের এক আত্মীয় এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিওটি তৈরি করেছিল। দিল্লি পুলিশের এই তথ্য প্রকাশের পর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, এটি তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত চক্রান্ত।
