Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
The level of poison in air of Delhi has exceeded, school has been closed

দিল্লির বাতাসে বিষের মাত্রা ছাড়িয়েছে, বন্ধ হলো স্কুল

দিল্লির বাতাসে বিষের মাত্রা ছাড়িয়েছে, বন্ধ হলো স্কুল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দিল্লির

দিল্লির বাতাসে বিষের মাত্রা ছাড়িয়েছে, বন্ধ হলো স্কুল।  ভয়াবহ দূষণে ধুঁকছে  দিল্লি।, বন্ধ হলো স্কুল। অফিস কাছারিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার নির্দেশ। রাজধানী দিল্লির বাতাসে বিষের পরিমান মাত্রা ছাড়িয়েছে। যার  কারণে পরবর্তী নির্দেশ পর্যন্ত দিল্লি এনসিআর এলাকায় স্কুল কলেজ  এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দুষণের কারণে দিল্লিতে  পড়াশোনা হবে ফের অনলাইনে।

 

সরকারি অফিস এবং কাছারিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে। বাকিদের বাড়ি থেকে কাজ করতে হবে। মঙ্গলবার রাতে এমনই নির্দেশিকা জারি করল ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের (এনসিআর) কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। সম্প্রতি দিল্লির দূষণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে   সুপ্রিম কোর্ট। দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনে দুদিনের লকডাউন করার সুপারিশ করে শীর্ষ আদালত।

 

এদিকে রাজধানীতে  দূষণ পরিস্থিতি নিয়ে দিল্লি সরকার সুপ্রিম কোর্টে জানায়,  দূষণ নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ লকডাউনের পথেও যেতে পারে সরকার। রাজধানী দিল্লি সহ এনসিআর এলাকায় লকডাউন জারি করার ভাবনার কথা আদালতে জানায় দিল্লির  কেজরিওয়াল সরকার। তারপরেই দূষণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট এই নির্দেশিকা জারি করেছে।

 

নির্দেশিকায় বলা হয়েছে, দিল্লির ৩০০ কিমির মধ্যে চালু থাকবে মাত্র পাঁচটি তাপবিদ্যুত  কেন্দ্র।৩০ নভেম্বর পর্যন্ত বাকি ৬টি তাপবিদ্যুত  কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয় হয়েছে।  ২১ নভেম্বর পর্যন্ত রাজধানী দিল্লিতে সবরকম নির্মাণ কাজ, ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। আগামী রবিবার পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য মালবাহী গাড়ির প্রবেশ নিষেধ দিল্লিতে। ২১ নভেম্বর পর্যন্ত দিল্লির পড়শি রাজ্য হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে অফিস এবং কাছারিগুলিতে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, গত শনিবার দিল্লির  মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, এক সপ্তাহের জন্য রাজধানীতে  স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে স্কুল। অফিস এবং কাছারিও বন্ধ থাকছে। বাড়ি থেকেই কাজ করতে হবে কর্মীদের।

 

আর ও পড়ুন     বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে

 

সেইসঙ্গে আগামী চারদিন বন্ধ থাকবে নির্মাণ শিল্পের কাজকর্ম। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ভয়াবহ বায়ুদূষণের কারণে দিল্লি এবং লাগোয়া শহরগুলিতে স্কুল ও কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলল বাতাসের মান নির্ণায়ক কেন্দ্রীয় কমিশন (সিএকিউএম)।

 

ফলে কোভিড পর্বের মতোই আপাতত শুধুমাত্র অনলাইনে পড়াশোনা হবে রাজধানী দিল্লিতে।  জানা গিয়েছে, আজ দিল্লিতে বায়ুদূষণের সূচক ছিল ৩৩১ অঙ্কে। যার মানে  বাতাস এখনও ‘অত্যন্ত খারাপ’। দূষণে রাজধানীর অবস্থা দেখে আজ উচ্চ পর্যায়ের একটি বৈঠক ডাকার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

 

সিএকিউএমের সেই বৈঠকে  দিল্লি সহ জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) এর বায়ুদূষণ কমাতে অন্তত সপ্তাহান্তে লকডাউন করার প্রস্তাব দিয়েছিল দিল্লি সরকার। তাতেও দূষণ না কমলে টানা সাত দিন লকডাউনের কথা ভাবতে বলেছিল অরবিন্দ কেজরীবাল প্রশাসন। তারপরেই আজ মধ্যরাতের একটু আগে ন’পাতার নির্দেশিকা দিয়ে স্কুল-কলেজে পড়ুয়াদের হাজির করে ক্লাস করানো বন্ধ রাখতে বলে সিএকিউএম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top