ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ব্যাপক জনপ্রিয়, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। শিশুরাও দারুণ পছন্দ করেন কোহলিকে। মাঠে ও মাঠের বাইরে কোহলির কঠোর শৃঙ্খলা তাঁকে একজন আইকনে পরিণত করেছে।
ভারতীয় দলের অধিনায়ক তাঁর খুদে অনুরাগীদের সঙ্গে মাঝেমধ্যেই সেলফি তোলেন, কথাও বলেন।
শুক্রবার ইংল্যান্ডে সিরিজ খেলতে রওনা হয়েছে ভারতীয় ক্রিকেট দল। তার আগে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাধা নামে ছোট্ট একটি মেয়ে কোহলির সঙ্গে ছবি তোলার বায়না ধরে।কোহলি রাধাকে নিরাশ করেননি। পাশে দাঁড়িয়ে ছবি তুলে রাধার মুখে হাসি ফোটান তিনি। রাধার হাত প্লাস্টার করা।বিসিসিআই সেই ছবি ট্যুইটারে পোস্ট করেছে।