নিউজ ডেস্ক, কলকাতা,২৭ অক্টোবর,২০২০:
ভারত চীন সীমান্ত সমস্যায় সবরকম ভাবে দিল্লির পাশে রয়েছে আমেরিকা। আজকে টু প্লাস টু আলোচনায় এমনই মন্তব্য করেছেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও। তিনি বলেছেন, যে কোনোরকম তর্জন গর্জন রুখতে ভারতের পাশে সবসময় রয়েছে আমেরিকা। উল্লেখ্য,ভারত-অ্যামেরিকা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতায় আরও গতি আনতে গতকালই দিল্লি এসেছেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও ও ডিফেন্স সেক্রেটারি মার্ক টি এসপার । গতকাল থেকে এখনও পর্যন্ত দু’দেশের কূটনৈতিক স্তরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে । সাউথ ব্লকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আজ বৈঠক করেন মাইক পম্পেও । আধিকারিক সূত্রে খবর, লাদাখ সীমান্তে সংঘর্ষের পরিস্থিতি নিয়ে প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক হয়েছে তাঁদের মধ্যে ।আজ সকালে দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করেন পম্পেও । ওয়ার মেমোরিয়াল ঘুরে ১৫ জুন চিনের সঙ্গে সংঘর্ষে ২০ জন জওয়ানের শহিদ হওয়ার বিষয়ে বলেন, “সম্প্রতি গালওয়ান উপত্যকায় যে জওয়ানরা তাঁদের জীবন দিয়েছেন তাঁদের প্রতি আমরা শ্রদ্ধা জানালাম ।
