দিল্লির রিঠা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বহু ঝুপড়ি

দিল্লির রিঠা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বহু ঝুপড়ি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দিল্লি – দিল্লির রোহিণী এলাকার রিঠা (Rithala) মেট্রো স্টেশনের কাছে শুক্রবার গভীর রাতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাত আনুমানিক ১০টা ৫৬ মিনিট নাগাদ আগুন লাগে স্থানীয় একটি বস্তিতে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি ফায়ার সার্ভিসের ১৫টি দমকল ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পরও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একের পর এক ঝুপড়িতে, মুহূর্তের মধ্যে বহু ঘরবাড়ি ভস্মীভূত হয়ে যায়।

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, বস্তির মধ্যে একাধিক এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন আরও ভয়াবহ রূপ নেয়। তীব্র তাপ আর ঘন ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। আতঙ্কে মানুষ ছুটোছুটি করে নিজেদের পরিবার ও সামান্য জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং স্থানীয়দের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।

দমকল কর্মীরা নিরলসভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই চালিয়ে যাচ্ছেন। দমকল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা আগুন নেভানোর কাজ করছি। পুলিশকে অনুরোধ করা হয়েছে যাতে কেউ ঘটনাস্থলের কাছে না আসে।” এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত দমকল ইঞ্জিন প্রস্তুত রাখা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top