দিল্লি – দিল্লির ৫০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি ইমেল আসায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার সকালে ইমেলটি পাওয়ার পরই দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াড এবং নিরাপত্তারক্ষীরা তৎপর হয়ে ওঠে। শুরু হয়েছে জোরদার তল্লাশি অভিযান। আতঙ্কে স্কুলগুলি থেকে তড়িঘড়ি সমস্ত ছাত্রছাত্রী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঠিক কোন কোন স্কুলে হুমকি এসেছে তা এখনও স্পষ্ট নয়। তবে মালব্য নগর ও নজফগড়ের দুটি স্কুল এবং হৌজ রানির সর্বোদয় কন্যা বিদ্যালয় (SKV)-তেও একই ধরনের হুমকি মেল এসেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটল এমন সময়ে যখন মাত্র দু’দিন আগেই দিল্লির ৩২টি স্কুলে একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছিল। সেই ঘটনার পর অভিভাবকরা আতঙ্কে স্কুলে ছুটে গিয়ে তাদের সন্তানদের ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিলেন। গত সোমবার হুমকিপ্রাপ্ত স্কুলগুলির মধ্যে ছিল দ্বারকার দিল্লি পাবলিক স্কুল, মডার্ন কনভেন্ট স্কুল এবং শ্রীরাম ওয়ার্ল্ড স্কুল।
পুলিশ জানিয়েছে, আজকের হুমকির পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবারের ঘটনার ক্ষেত্রে জানা গিয়েছিল, ‘দ্য টেররিজারস ১১১ গ্রুপ’ নামের একটি সংগঠন থেকে ইমেল পাঠানো হয়েছিল। সেই ইমেলে ক্রিপ্টোকারেন্সিতে ৫ হাজার ডলার দাবি করা হয়েছিল। পাশাপাশি স্কুলগুলির আইটি সিস্টেম হ্যাক করার এবং ‘পাইপ বোমা ও উন্নত বিস্ফোরক ডিভাইস’ বসানোর হুমকিও দেওয়া হয়েছিল।
দিল্লির স্কুলগুলিতে বোমা হামলার ভুয়ো হুমকি নতুন নয়। গত বছরের মে মাসে ৩০০টিরও বেশি স্কুলে একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছিল, যা পরে ভুয়ো বলে প্রমাণিত হয়। সম্প্রতি, জুলাই মাসেও টানা তিন দিনে আটটি স্কুলে বোমা হামলার খবর পাওয়া গিয়েছিল। এমনকি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজও একই ধরনের ভুয়ো হুমকির শিকার হয়েছিল।
