দিল্লী – দিল্লি-এনসিআর অঞ্চলে শনিবার গভীর রাতে শুরু হওয়া অতি প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টিপাত একদিকে স্বস্তি আনলেও অন্যদিকে নিয়ে এসেছে মারাত্মক বিপর্যয়। গাজিয়াবাদের লোনি এলাকায় এই দুর্যোগের জেরে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা—একটি পুলিশ অফিসের ছাদ ধসে পড়ে মৃত্যু হয়েছে এক দায়িত্বরত সাব-ইন্সপেক্টরের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত অফিসার বীরেন্দ্র মিশ্র (৫৮) রাতের ডিউটিতে অফিসেই বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় ছাদের একাংশ ধসে পড়ে তিনি তার নিচে চাপা পড়ে যান। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর পুরো পুলিশ বিভাগে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে, কীভাবে এতটা জরাজীর্ণ ভবনে সরকারি দায়িত্ব পালন চলছিল—এবং তা নিয়েই ক্ষোভ তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।এদিকে, ফারিদাবাদ সহ এনসিআরের বিভিন্ন অংশে ঝড়ের দাপটে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে, প্রাণ হারিয়েছে গবাদি পশু, ও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
