দিল্লি পুরসভার উপনির্বাচনে বিজেপির দাপট, সান্ত্বনার আসন পেল কংগ্রেস

দিল্লি পুরসভার উপনির্বাচনে বিজেপির দাপট, সান্ত্বনার আসন পেল কংগ্রেস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লি – বিধানসভা নির্বাচনে একটিও আসন দখল করতে না পারা কংগ্রেস শেষ পর্যন্ত দিল্লি পুরসভার উপনির্বাচনে খাতা খুলল। বুধবার প্রকাশিত ফলাফলে দেখা গেল, মোট ১২টি ওয়ার্ডের এই উপনির্বাচনে শাসক দল বিজেপিরই একচ্ছত্র দাপট। চলতি বছরের শুরুতে বিধানসভায় গেরুয়া ঝড়ে বিপর্যস্ত হয়েছিল আপ ও কংগ্রেস—৭০ আসনের মধ্যে ৪৮টি দখল করে নেয় বিজেপি, আপ পায় ২২টি, আর কংগ্রেসের ঝুলিতে একটিও আসন যায়নি। সেই ব্যর্থতার পর প্রথমবার উপনির্বাচনে মুখোমুখি হলেন দিল্লিবাসীরা, আর সেখানেও একই চিত্র—বিজেপির ঝড় অব্যাহত।

৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল দিল্লি পুরসভার ১২টি ওয়ার্ডের উপনির্বাচন। বুধবার সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হয়, তিন ঘণ্টার মধ্যেই প্রকাশিত হয় ফলাফল। দেখা যায়, ১২টি ওয়ার্ডের মধ্যে সাতটিতে জয়ী হয়েছে বিজেপি। চাঁদনি চক, অশোক বিহার, গ্রেটার কৈলাস, দ্বারকা-বি, শালিমার বাগ, দিচাও কালান এবং বিনোদ নগর—সব ক্ষেত্রেই এগিয়ে গিয়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সাফল্যের পর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার অবস্থান আরও শক্ত হবে।

তবে বিরোধীদের মুখেও ফুটেছে কিছুটা হাসি। দিন কয়েক আগেই দিল্লি ইউনিটের দায়িত্ব পেয়েছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। তার নেতৃত্বে আপ তিনটি ওয়ার্ড ধরে রাখতে সক্ষম হয়েছে। আর সবচেয়ে বড় স্বস্তি এসেছে কংগ্রেস শিবিরে—সঙ্গম বিহার থেকে জিতেছেন কংগ্রেস প্রার্থী সুরেশ চৌধুরী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী প্রচারে এসেও বিজেপিকে জেতাতে পারেননি। এদিকে চমক দেখিয়েছে বামেরা—একটি ওয়ার্ডে জয় পেয়েছে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top