দিল্লি – দিল্লি ও সংলগ্ন রাজ্য জুড়ে দীর্ঘদিন ধরে সক্রিয় হওয়া এক আন্তঃরাজ্য শিশুপাচারচক্রকে টার্গেট করে অভিযান চালিয়ে দিল্লি পুলিশ অন্তত ১০ জনকে গ্রেপ্তার করেছে এবং ৬টি নবজাতক উদ্ধার করেছে। তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া সব শিশুর বয়স এক বছরের কম এবং সবাই সুস্থ। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ বলছে—পাচারকারীরা গরিব ও অসহায় পরিবারকে টার্গেট করে নামমাত্র মূল্য দিয়ে নবজাতক কিনে নিত বা সুযোগ বুঝে হাসপাতাল থেকে শিশুরা চুরি করত; কিছু মামলা–অভিযুক্তদের হাসপাতালের কর্মীদের সঙ্গে যোগাযোগ থাকারও তথ্য পাওয়া গেছে। ঘটনাটি নজরে আসে যখন সম্প্রতি এক ছয় মাসের শিশু নিখোঁজ হন এবং ৪৮ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করে পুলিশ; সেই ঘটনার পরই ব্যাপক তদন্ত ও অভিযানে চক্রের হদিশ মেলেনি। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা চক্রের সম্পৃক্ততা, বিস্তার ও কাদের সঙ্গে তাদের যোগ আছে—সবকিছু খতিয়ে দেখছেন এবং আরও সদস্য শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।
