দিল্লি বিস্ফোরণের পর কলকাতাসহ দেশে জারি হাই অ্যালার্ট, নজরদারিতে মেট্রো ও গুরুত্বপূর্ণ মোড়গুলো

দিল্লি বিস্ফোরণের পর কলকাতাসহ দেশে জারি হাই অ্যালার্ট, নজরদারিতে মেট্রো ও গুরুত্বপূর্ণ মোড়গুলো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দিল্লি – দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি কলকাতাতেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সোমবার রাত থেকেই লালবাজারের নির্দেশে মহানগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ করে মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা ও জনবহুল অঞ্চলগুলিতে জোরদার নজরদারি চালানো হচ্ছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তাঁর পরিচয়পত্র যাচাই করা হচ্ছে, সঙ্গে বাড়ানো হয়েছে নাকা চেকিং ও পেট্রোলিং।

লালবাজারের নির্দেশে কলকাতার সব থানা ও ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে সোমবার রাত নটা থেকে বারোটা পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় সম্পূর্ণ নাকা চেকিং অভিযান চলে। শহরে ঢোকা ও বেরনোর সব বড় প্রবেশপথে কড়া তল্লাশি চলছে। বিশেষ নজর রাখা হয়েছে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, সল্টলেক, দমদম, হাওড়া স্টেশন এবং মেট্রো করিডর সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালেও শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে তল্লাশি অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

কলকাতার পাশাপাশি রাজ্যের সব জেলা পুলিশ সুপার ও থানাগুলিকেও সতর্ক করা হয়েছে। প্রতিটি জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ সদর দফতর। মেট্রো রেল, বিমানবন্দর, শপিং মল এবং ভিড়ভাট্টা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।

এদিকে দিল্লি বিস্ফোরণের পর শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান ও কর্ণাটকেও হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলিও দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, দিল্লির ঘটনার জেরে সম্ভাব্য নাশকতা বা সন্ত্রাসী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পুলিশের পক্ষ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে, যে কোনও সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ নজরে এলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দিতে। একই সঙ্গে শহরের নিরাপত্তা জোরদার করতে মোবাইল পেট্রোলিং ও সিসিটিভি পর্যবেক্ষণ আরও বাড়ানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top