দিল্লি–মুম্বই এক্সপ্রেসওয়েতে ফের মর্মান্তিক দুর্ঘটনা, আগুনে পুড়ে মৃত্যু তিন জনের

দিল্লি–মুম্বই এক্সপ্রেসওয়েতে ফের মর্মান্তিক দুর্ঘটনা, আগুনে পুড়ে মৃত্যু তিন জনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লি – ফের বড়সড় দুর্ঘটনায় কেঁপে উঠল দিল্লি–মুম্বই এক্সপ্রেসওয়ে। রাজস্থানের জয়পুরে বুধবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনায় একটি পিকআপ ভ্যান আগুনে পুড়ে যায়। গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে দাউ দাউ করে জ্বলে ওঠা ভ্যানের ভিতরে আটকে পড়ে জীবন্ত দগ্ধ হন তিন জন সওয়ারি। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে দিল্লি থেকে জয়পুরের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। জয়পুর সংলগ্ন দিল্লি–মুম্বই এক্সপ্রেসওয়েতে উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভ্যানটির। সংঘর্ষের তীব্রতায় মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় পিকআপ ভ্যানে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। তবে ভ্যানের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যাওয়ায় এবং আগুনের তীব্রতার কারণে ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করা সম্ভব হয়নি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিন জনের মৃত্যু হয়। পিকআপ ভ্যানের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে যাত্রীরা গাড়ি থেকে বেরিয়ে আসার কোনও সুযোগ পাননি। তার উপর আগুন লাগায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, দিল্লি–মুম্বই এক্সপ্রেসওয়েতে সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ঘটনার ঘটনা সামনে আসছে। গত সোমবারও ধোঁয়াশার জেরে পরপর প্রায় ২০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় দুই পুলিশকর্মী-সহ চার জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন অন্তত ২০ জন। দুর্ঘটনার সময় দৃশ্যমানতা কার্যত শূন্যে নেমে গিয়েছিল। দু’টি ওভারলোড ডাম্পারের সংঘর্ষ থেকে শুরু হয় ওই ভয়াবহ দুর্ঘটনা। তদন্তকারীদের অনুমান, এবারের দুর্ঘটনাতেও ধোঁয়াশা ও দৃশ্যমানতার অভাব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top