দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে ১৫ কোটি টাকা!

দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে ১৫ কোটি টাকা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিল্লী – দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৫ কোটি টাকা নগদ! তবে সেই টাকার বেশিরভাগটাই আগুনে পুড়ে গিয়েছে, ফলে তার আসল উৎস জানা কঠিন হয়ে পড়েছে। বিচারপতির বাড়িতে আগুন নেভানোর সময়ই এই বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়, যার কোনও হিসাব পাওয়া যাচ্ছে না।টাকা কোথা থেকে এল, কারা দিল-এই রহস্য এখন আরও ঘনীভূত হচ্ছে। ইতিমধ্যে সংসদও বড় পদক্ষেপ নিতে চলেছে।



সূত্রের খবর, আজ সকাল ১১:৩০ টায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং বিজেপি নেতা জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এই আলোচনায় বিচারপতির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।


প্রসঙ্গত, গত সপ্তাহে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মার বাংলোতে আগুন লাগে। সেই সময় বিচারপতি বাড়িতে ছিলেন না। তার পরিবারের সদস্যরা দমকলকে খবর দেন। আগুন নেভানোর পর, নীচতলার একটি ঘরে ঢুকতেই দমকল কর্মীরা চমকে যান-সেখানে বান্ডিল বান্ডিল নগদ টাকা পড়ে ছিল, যার বেশিরভাগটাই আগুনে পুড়ে গিয়েছে।



এই ঘটনাকে কেন্দ্র করে চরম বিতর্ক শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কলোজিয়ামের সঙ্গে আলোচনার পর বিচারপতি যশবন্ত ভর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করার সিদ্ধান্ত নেন। যদিও বিচারপতির দাবি, তিনি এই বিষয়ে কিছুই জানেন না এবং তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।



রাজনীতিতেও এই ঘটনা তোলপাড় ফেলেছে। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ প্রথমবার সংসদে বিতর্কিত বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। আজকের এই বৈঠক সেই দাবির প্রেক্ষিতেই অনুষ্ঠিত হচ্ছে। সংসদ এখন বড় সিদ্ধান্ত নেওয়ার পথে।

RECOMMENDED FOR YOU.....