দিল্লী উড়ে যাওয়ার আগে কি বললেন সুকান্ত মজুমদার

দিল্লী উড়ে যাওয়ার আগে কি বললেন সুকান্ত মজুমদার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিল্লী উড়ে যাওয়ার আগে কি বললেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লী উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয় জগদ্দল এর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন….. শুধু জগদ্দল নয় গোটা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়ংকর অবস্থায় আছে তার মধ্যে জগদ্দল ভাটপাড়ায় বিস্তীর্ণ এলাকা আরো খারাপ অবস্থা। আর পরবর্তীকালে আমরা যেটা জানতে পারলাম এই সংঘর্ষ সাম্প্রদায়িক রূপ নিয়েছে কিছুটা। তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দিয়ে শুরু হয়েছিল এখন মোটামুটি সাম্প্রদায়িক সংঘর্ষের পরিস্থিতি শুরু হয়েছে। হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ।দুটো বাড়ি কালকে রাতে জ্বলেছে। আমাদের নেতৃত্ব আজকে সেখানে যাবেন দেখা করবেন সেখানকার লোকজনের সাথে।

 

শুভেন্দু অধিকারীর কনভয়ের পরে এবার বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি দুর্ঘটনার কবলে সেই প্রসঙ্গে তিনি বলেন রাজ্য সরকারের এই বিষয়ের সচেষ্ট হওয়ার উচিত রাজ্যের দায়িত্ব ট্রাফিক মেনটেন করা ট্রাফিক মেনটেন হচ্ছে না দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে ‌।শুভেন্দু অধিকারী গাড়িতে এর আগে হামলা হল এরপর কৃষ্ণকল্যাণীর গাড়িতে হামলা হচ্ছে।

দিল্লি যাওয়া প্রসঙ্গে তিনি বলেন…. লোকসভার জন্য দিল্লি যাচ্ছি তার সাথে দুদিন আগে যেতে হচ্ছে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন আছে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আজ এবং আগামীকাল সমস্ত সাংসদদের কে নিয়ে বৈঠক হবে দিল্লিতে।

 

বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারী বিধায়ক দিব্যেন্দু অধিকারীর ভোট প্রসঙ্গে কুনাল ঘোষের কটাক্ষ প্রসঙ্গে তিনি বলেন ……রাষ্ট্রপতি নির্বাচন কোন প্রতিকে হয় না দ্রৌপদী মুর্মূ চাইলেও দলমত নির্বিশেষে ভোট দিতে পারেন কোন প্রতীক নেই সেটা দল বিরোধী কাজ নয় সেই জন্য গোপন ব্যালটে ভোট হয়।

কলকাতা ৩৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর শচীন সিংয়ের অনুগামীদের ২১শে জুলাই উপলক্ষে তোলাবাজির অভিযোগ এ প্রসঙ্গে তিনি বলেন…. আমি আগেই বলেছিলাম যতই মমতা ব্যানার্জি অভিযোগ ব্যানার্জি বারণ করুক নিচু তলার লোকেরা শুনবে না ।চোরে না শোনে ধর্মের কাহিনী এই সুরে তিনি কটাক্ষ করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top