দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির বার্ষিক সাধারণ সভা। দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো কোচবিহার পঞ্চানন ভবনে। আগামী দুবছরের জন্য নির্দিষ্ট কার্যকারী কমিটি গঠন করে কোচবিহার শহরের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের কর্মসূচি ও গ্রহণ করা হয় রাজবংশী সমাজের পিছিয়ে পড়া মানুষদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যকে সামনে রেখে বি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি কাজ করবে বলে জানা গেছে।
অন্নময়ী অধিকারীকে সভাপতি ও শুভদীপ সরকারকে সম্পাদক নির্বাচিত করা হয়।প্রসঙ্গত, বিভিন্ন সময়ে রাজবংশী জনজাতির ছেলেমেয়েদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছিল দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি। এই প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে তাদের সুনির্দিষ্ট কমিটিকে আরো শক্তিশালী করবার দিকে জোর দেওয়া হয়, ফলস্বরূপ এদিন নির্দিষ্ট একটি কমিটি গঠন করে রাজবংশী জনজাতির উন্নয়নে দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি নতুন দিগন্ত খুলতে পারবে বলেই মনে করছে অনেকে।
এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির সম্পাদক শুভদীপ সরকার বলেন, দীর্ঘদিন থেকে একটি নির্দিষ্ট কমিটি গঠন করবার লক্ষ্য আমাদের ছিল। সেই মতো বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে দু বছরের জন্য সুনির্দিষ্ট কমিটি গঠন করা হলো। এই কমিটি এই দু বছর রাজবংশী জনজাতির উন্নয়নে ব্যাপকভাবে কাজ করবে। রাজার শহরকে বিভিন্নভাবে সাজিয়ে তোলার কর্মসূচি ও গ্রহণ করব আমরা। নতুন কমিটি আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবে বলেই আশা রাখছি।
আরও পড়ুন – উন্নততর স্বাস্থ্য পরিষেবায় কয়েকধাপ এগিয়ে গেলো শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ
উল্লেখ্য, দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো কোচবিহার পঞ্চানন ভবনে। আগামী দুবছরের জন্য নির্দিষ্ট কার্যকারী কমিটি গঠন করে কোচবিহার শহরের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের কর্মসূচি ও গ্রহণ করা হয় রাজবংশী সমাজের পিছিয়ে পড়া মানুষদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যকে সামনে রেখে বি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি কাজ করবে বলে জানা গেছে। অন্নময়ী অধিকারীকে সভাপতি ও শুভদীপ সরকারকে সম্পাদক নির্বাচিত করা হয়।প্রসঙ্গত, বিভিন্ন সময়ে রাজবংশী জনজাতির ছেলেমেয়েদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছিল দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি।



















