মেদিনীপুর – রবিবার সকালে দীঘা মোহনায় জাল ফেলতেই এক ট্রলার ভর্তি তেলিয়া ভোলা মাছ উঠল মৎস্যজীবীদের হাতে। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ট্রলার মালিক আশিক খানের ভাগ্যে এদিন যেন শিকলছেঁড়া লক্ষ্মীর আগমন। তাঁর ট্রলারে ধরা পড়ে মোট ৯০টি তেলিয়া ভোলা মাছ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লক্ষ টাকা।
ধরা পড়া মাছগুলো নিলামের জন্য আনা হয় আজিত বাড়াই কাঁটায়। উৎসাহী ব্যবসায়ীদের ভিড়ে জমে ওঠে নিলাম প্রাঙ্গণ। শেষ পর্যন্ত কলকাতার একটি কোম্পানি বিপুল অর্থে সমস্ত মাছটি কিনে নেয় বলে জানা যায়।
মৎস্যজীবী মহলের দাবি, তেলিয়া ভোলা মাছের পটকা বা এয়ার ব্লাডার থেকে জীবনরক্ষাকারী ওষুধ তৈরির জন্য ব্যবহৃত হয় বিশেষ ক্যাপসুল, যা আন্তর্জাতিক বাজারে বিপুল দামে বিক্রি হয়। সেই কারণেই এই মাছের চাহিদা থাকে সবসময় তুঙ্গে। দীঘার এই বিরল ধরা পড়া মাছ মৎস্যজীবীদের মুখে হাসি ফুটিয়েছে এবং জেলাজুড়ে এখন শুধু একটাই আলোচনা—আশিক খানের সৌভাগ্য।
