নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১০ নভেম্বর, ভ্রমণ করতে এসে বিপদ নেমে এল। সমূদ্র কেড়ে নিল এক পর্যটকের প্রাণ। দীঘার সমুদ্রে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল পর্যটক সঞ্জয় নষ্কর, বয়স ৪৫ বছর।
দক্ষিণ ২৪পরগনার পাটুলিয়া থানার বাঘা যতীন এলাকা থেকে গতকাল রাতে ৮ জন বন্ধু মিলে দিঘায় বেড়াতে আসেন, আজ সকালে ওল্ড দীঘা সি হক ঘোলার ঘাটে আকণ্ঠ মদ্যপান করে সমুদ্রে নামেন তাঁরা। কিছুক্ষনপর দলের একজনকে দেখতে পাওয়া যায়না। হঠাৎ দেখতে পায় বন্ধু সঞ্জয় ডুবে যাচ্ছে। কিন্তু বাঁচানোর সুযোগ তারা পায়নি। তার কিছুক্ষন পরই বন্ধুকে ভাসতে দেখে বন্ধুরা মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।