দীঘার সৈকতে উঠে এলো ডলফিন, আনন্দে পর্যটকরা!

দীঘার সৈকতে উঠে এলো ডলফিন, আনন্দে পর্যটকরা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দীঘার সৈকতে উঠে এলো ডলফিন, আনন্দে পর্যটকরা! সোমবার সকালে দীঘার সৈকতে উঠে এলো একটি জ্যান্ত ডলফিন। যা নিয়ে রীতিমতো আনন্দে মসগুল হলেন দীঘায় আসা পর্যটকরা। সেইসঙ্গে স্থানীয় মানুষেরাও। সোমবার সকাল ৭টা নাগাদ ওল্ড দিঘার সি হোক গোলার ঘাটে প্রায় ৪ ফুট লম্বা একটি জ্যান্ত ডলফিন সমুদ্রের ধারে এসে খাবি খেতে থাকে। এ সময় স্নানরত পর্যটকরা দেখে ডলফিন টাকে ধরার জন্য এগিয়ে যান তখনই ডলফিন টি লাফিয়ে উঠে পাথরের উপরে পড়ে।

 

তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। ঘাটে যদি বা কিছুক্ষণের মধ্যে পুনরায় জোয়ারের জলে আবার ভেসে যায় ওই জ্যান্ত ডলফিন টি। আবার কেউ কেউ তাকে তুলে কাঁধে তুলে সেলফি তোলারও চেষ্টা করেন তবে ডলফিন সচরাচর আরব সাগর বা গভীর সমুদ্রের দিকে লক্ষ্য করা যায় অনেক সময় দেখা যায় এই ডলফিনগুলি মৃত অবস্থায় সমুদ্রের পাড়ে ভেসে আছে। তবে কিভাবে জ্যান্ত অবস্থায় সমুদ্রে এসে পড়ল তা নিয়ে কিছুটা হলেও ভাবাচ্ছে।

আরও পড়ুন – বঙ্গবিভূষন নিচ্ছেন না নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন!

উল্লেখ্য, সোমবার সকালে দীঘার সৈকতে উঠে এলো একটি জ্যান্ত ডলফিন। যা নিয়ে রীতিমতো আনন্দে মসগুল হলেন দীঘায় আসা পর্যটকরা। সেইসঙ্গে স্থানীয় মানুষেরাও। সোমবার সকাল ৭টা নাগাদ ওল্ড দিঘার সি হোক গোলার ঘাটে প্রায় ৪ ফুট লম্বা একটি জ্যান্ত ডলফিন সমুদ্রের ধারে এসে খাবি খেতে থাকে। এ সময় স্নানরত পর্যটকরা দেখে ডলফিন টাকে ধরার জন্য এগিয়ে যান তখনই ডলফিন টি লাফিয়ে উঠে পাথরের উপরে পড়ে। তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়।

 

ঘাটে যদি বা কিছুক্ষণের মধ্যে পুনরায় জোয়ারের জলে আবার ভেসে যায় ওই জ্যান্ত ডলফিন টি। আবার কেউ কেউ তাকে তুলে কাঁধে তুলে সেলফি তোলারও চেষ্টা করেন তবে ডলফিন সচরাচর আরব সাগর বা গভীর সমুদ্রের দিকে লক্ষ্য করা যায় অনেক সময় দেখা যায় এই ডলফিনগুলি মৃত অবস্থায় সমুদ্রের পাড়ে ভেসে আছে। তবে কিভাবে জ্যান্ত অবস্থায় সমুদ্রে এসে পড়ল তা নিয়ে কিছুটা হলেও ভাবাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top