দীঘায় তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করলেন নুলিয়ারা। দীঘার সমুদ্রে স্নানের সময় তলিয়ে যেতে থাকা এক পর্যটক যুবককে উদ্ধার করলেন নুলিয়ারা। উদ্ধার হওয়া ওই পর্যটকের নাম বিজয় নস্কর(৪৫)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর এলাকায়। বর্তমানে বিজয়ের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে জীবন বাজি রেখে নুলিয়াদের এই কাজের প্রশংসা করেছেন পর্যটকরা।
উল্লেখ্য, পর্যটকদের নিয়ম মেনে স্নান করার জন্য পুলিস-প্রশাসন মাইকিং করলেও কিছু বেপরোয়া পর্যটক তার তোয়াক্কা না করেই স্নান করতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনছেন। সেই মতো শনিবার এক পর্যটক যুবককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন ৪ জন নুলিয়ারা।
আর ও পড়ুন দিদি ভবানীপুরে হেরে যাবে, শুভেন্দু কেন বললেন?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিজয় তাঁর বন্ধুদের সঙ্গে দীঘায় বেড়াতে আসেন। দুপুরে সকলেই নিউ দীঘায় স্নান করতে নামেন। এরপর কিন্তু বড় ঢেউয়ের তোড়ে টাল সামলাতে না পেরে হাবুডুবু খেতে থাকেন। তবে বেশ কিছুটা জলও খেয়ে ফেলেন তিনি।
এরপর বিজয়কে তলিয়ে যেতে দেখে তাঁর সঙ্গীরা চিৎকার শুরু করেন।তবে ঘটনাটি দেখে নুলিয়ারা জীবনের পরোয়া না করেই দ্রুত ৪ জন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তাঁকে উদ্ধার করেন। এরপর বিজয়কে দ্রুত দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, পর্যটকদের নিয়ম মেনে স্নান করার জন্য পুলিস-প্রশাসন মাইকিং করলেও কিছু বেপরোয়া পর্যটক তার তোয়াক্কা না করেই স্নান করতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনছেন। সেই মতো শনিবার এক পর্যটক যুবককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন ৪ জন নুলিয়ারা।
জানা গিয়েছে, এদিন বিজয় তাঁর বন্ধুদের সঙ্গে দীঘায় বেড়াতে আসেন। দুপুরে সকলেই নিউ দীঘায় স্নান করতে নামেন। এরপর কিন্তু বড় ঢেউয়ের তোড়ে টাল সামলাতে না পেরে হাবুডুবু খেতে থাকেন। তবে বেশ কিছুটা জলও খেয়ে ফেলেন তিনি।