দীপাবলিতে রদবদল মেট্রো সূচিতে, সোমবার কমবে ট্রেন চলাচল

দীপাবলিতে রদবদল মেট্রো সূচিতে, সোমবার কমবে ট্রেন চলাচল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – দীপাবলি ও কালীপুজোর দিন অর্থাৎ আগামী সোমবার (২০ অক্টোবর ২০২৫) কলকাতা মেট্রো পরিষেবায় বড় রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে সরকারি ছুটি থাকায় সেদিন সাধারণ দিনের তুলনায় কম সংখ্যক মেট্রো চলবে। পাশাপাশি বিভিন্ন রুটে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

ব্লু লাইন:
সাধারণত ব্লু লাইনে প্রতিদিন ২৭২টি ট্রেন চলে। কিন্তু দীপাবলির দিনে চলবে মাত্র ১৪৪টি মেট্রো (৭২ আপ ও ৭২ ডাউন)। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত (আগে ছাড়ত সকাল ৬টা ৫০ মিনিটে)। অন্যদিকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায় (আগে ৬টা ৫৪)। শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং রাত ১১টায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর— যা সাধারণ দিনের তুলনায় দেড় ঘণ্টা দেরিতে।

গ্রিন লাইন:
এই রুটে চলবে মোট ১২৪টি মেট্রো (৬২ আপ ও ৬২ ডাউন), যেখানে সাধারণ দিনে চলে ২২৬টি। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে— সময় অপরিবর্তিত। সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩২ মিনিটে (আগে ৬টা ৩৯)। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে— রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে এবং রাত ৯টা ৪৭ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে।

ইয়েলো লাইন:
কালীপুজোর দিনে এই রুটে ১২০টির পরিবর্তে চলবে মাত্র ৫২টি মেট্রো (২৬ আপ ও ২৬ ডাউন)। প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায় নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর (আগে ৭টা ৫৫), এবং সকাল ১০টা ২২ মিনিটে বিমানবন্দর থেকে নোয়াপাড়া (আগে ৮টা ০০)। শেষ মেট্রো চলবে বিকেল ৫টা ৩৪ মিনিটে নোয়াপাড়া থেকে ও বিকেল ৫টা ৫৪ মিনিটে বিমানবন্দর থেকে— যা সাধারণ সময়ের তুলনায় অনেক আগে।

পার্পল লাইন:
সাধারণ দিনে যেখানে ৮০টি মেট্রো চলে, দীপাবলির দিনে চলবে মাত্র ৪৪টি (২২ আপ ও ২২ ডাউন)। প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায় জোকা থেকে মাঝেরহাট (আগে ৬টা ৫০), এবং সকাল ১০টা ২৪ মিনিটে মাঝেরহাট থেকে জোকা (আগে ৭টা ১৪)। শেষ মেট্রো ছাড়বে বিকেল ৫টা ২৮ মিনিটে জোকা থেকে এবং বিকেল ৫টা ৪৯ মিনিটে মাঝেরহাট থেকে।

অরেঞ্জ লাইন:
এই রুটে চলবে ৪০টি মেট্রো (২০ আপ ও ২০ ডাউন), যেখানে সাধারণ দিনে ৬০টি মেট্রো পরিষেবা থাকে। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ৫৫ মিনিটে বেলেঘাটা থেকে কবি সুভাষ (আগে ৮টা ০০), এবং সকাল ১০টায় কবি সুভাষ থেকে বেলেঘাটা (আগে ৮টা ০০)। শেষ মেট্রো ছাড়বে বিকেল ৫টা ৫৫ মিনিটে উভয় দিক থেকেই।

দীপাবলির ছুটির দিনে যাত্রীসংখ্যা কম থাকার সম্ভাবনায় এই পরিবর্তন আনা হয়েছে বলে মেট্রো সূত্রে খবর। মঙ্গলবার থেকে স্বাভাবিক সূচি অনুযায়ী ফের মেট্রো চলাচল শুরু হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top