কোচবিহার – দীপাবলির রাতে আতশবাজি পোড়ানো শিশু-কিশোরদের ওপর লাঠি হাতে আক্রমণের অভিযোগ ওঠার পর কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে বদলি করা হয়েছে। রাজ্য সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, পুলিশ সার্ভিস সেল জানিয়েছে, তিনি এখন থেকে স্টেট আর্মড পুলিশের থার্ড ব্যাটেলিয়নের সিও হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর স্থলে কোচবিহারের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন সন্দীপ কাররা।
ঘটনার বিবরণ অনুযায়ী, দীপাবলির রাতে রেলঘুমটি এলাকার শিশু-কিশোররা নিজেদের বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিল। হঠাৎ হাতে লাঠি নিয়ে সাদা পোশাকে থাকা পুলিশকর্মীদের সঙ্গে জেলা পুলিশ সুপার ভট্টাচার্য এসে তাদের ওপর চড়াও হন। অভিযোগ, মারধরের কারণ ছিল বাজির শব্দে তাঁর বাংলোয় থাকা পোষ্য কুকুরদের অসুবিধা হওয়া।
ঘটনার পরদিন স্থানীয় বাসিন্দারা পুলিশ সুপারের বাড়ির সামনে অবরোধ করেছিলেন। এরপর পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে, এক মহিলা আইনজীবীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ সুপার ভট্টাচার্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

















