উত্তর 24 পরগনা – দীপাবলীর উৎসবের আগেই উত্তর ২৪ পরগনা জুড়ে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবন পর্যন্ত জ্বরের প্রকোপ দ্রুত বাড়ছে। মরশুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। এই পরিস্থিতিতে সতর্কতার বার্তা নিয়ে মাঠে নেমেছে প্রশাসন।
সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিডিও অরুণ কুমার সামন্ত খোলা মঞ্চে বিধায়ক সুকুমার মাহাতো, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ দিলীপ মল্লিক এবং প্রশাসনিক আধিকারিকদের পাশে বসিয়ে সরাসরি মানুষকে সতর্ক করলেন। তাঁর বার্তা— “বাড়িতে নোংরা জল রাখবেন না, ডাবের খোলায় জল জমতে দেবেন না, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন, প্রয়োজনে ব্লিচিং পাউডার ছড়ান।”
বিডিও জানান, বসিরহাট স্বাস্থ্য জেলায় ও আশপাশের হাসপাতালে জ্বরের রোগীর সংখ্যা গত কয়েক সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। মরশুম পরিবর্তনের সময়ে ডেঙ্গু ও ভাইরাল জ্বরের সংক্রমণ সাধারণত বাড়ে, তাই সতর্কতাই একমাত্র প্রতিরোধের উপায়।
ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জ্বর আক্রান্তদের তালিকা তৈরি করছেন, সচেতনতার বার্তা দিচ্ছেন এবং সকলকে পরামর্শ দিচ্ছেন— শরীরে তাপমাত্রা বাড়লে দেরি না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে ও রক্তের নমুনা পরীক্ষা করতে।
প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা— “পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন, জ্বর হলে অবহেলা নয়।” দীপাবলীর আলোয় যাতে ডেঙ্গুর অন্ধকার না নামে, সেই প্রচেষ্টাতেই এখন একযোগে কাজ শুরু করেছে সন্দেশখালির প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর।
