বলিউডে দীপিকা পাডুকোনের একাধিক হিট ছবির পরিচালক হলেন সঞ্জয় লীলা বনশালি। তার হাত ধরেই রামলীলা, পদ্মাবত ও বাজিরাও মাস্তানির মত একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেত্রী পরিচালক জুটি। শুধু দীপিকাই নন রণবীরের ক্যারিয়ার গ্রাফের ক্ষেত্রেও বনশালির গুরুত্ব অনেকটাই, সে কথা অনেক আগেই নিজের মুখে স্বীকার করেছিলেন এই তারকা জুটি।
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত একাধিক ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। কিন্তু হঠাৎ পরিচালকের নতুন সিনেমা বৈজু বাওয়া থেকে বাদ পড়লেন মাস্তানি, দীপিকা পাড়ুকোন। তাতেই রহস্যের বীজ জোরালো হল। রণবীর ও দীপিকার ফিল্ম ক্যারিয়ারে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বনশালি।
বনশালি পরিচালিত বৈজু বাওয়াতে আবারও সেই হিট জুটিকে একসঙ্গে দেখা যেত। তবে আর সেই সম্ভাবনা নেই বললেই চলে। ছবিতে থাকছেন রণবীর সিং। কিন্তু বাদ পড়েছেন দীপিকা। তবে এর কারণ কি যার জন্য পছন্দের মাস্তানি কে বাদ দিতে বাধ্য হলেন পরিচালক? জানা গিয়েছে আসল কারণ। দীপিকার দাবি, ছবিতে তাঁর স্বামী যে পারিশ্রমিক পাচ্ছেন সেই টাকাই তিনি পারিশ্রমিক নেবেন। দীপিকার হটাৎ এইরকম দাবিতে রীতিমতো ঘাবরে গেছেন পরিচালক ও প্রযোজক বনশালি। অভিনেতার সম পরিমাণ টাকা দীপিকাকে দিতে হলে ছবির বাজেট এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে, তাই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।