দীর্ঘদিন পর ফের জঙ্গলে ছাড়া হল ৪ রেড পান্ডা

দীর্ঘদিন পর ফের জঙ্গলে ছাড়া হল ৪ রেড পান্ডা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দীর্ঘদিন

দীর্ঘদিন পর ফের জঙ্গলে ছাড়া হল ৪ রেড পান্ডা। দীর্ঘ ১৭ বছর পর ফের জঙ্গলে ছাড়া হল রেড পান্ডা। শনিবার দার্জিলিং সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে দুই জোড়া অর্থাৎ চারটি রেড পান্ডা ছাড়া হয়। তাদের নাম, স্মাইল, সিফু,নোয়েল এবং ইয়েশি। চারজনের ই বয়স চার থেকে নয় বছরের মধ‍্যে।

 

বন দপ্তরের তোপকেদাড়া সংরক্ষণ কেন্দ্রে ৩৭টি রেড পান্ডা রয়েছে‌। এদের মধ্যে দু’টি পুরুষ ও দু’টি স্ত্রী রেড পান্ডা জঙ্গলে ছাড়া হয়। এদের বয়স আড়াই থেকে তিন বছরের মধ্যে। এর আগে ২০০৩ সালে এই জঙ্গলে শেষবার চারটি রেড পান্ডা ছাড়া হয়েছিল। তারা বন্য পরিবেশে ভালো ভাবেই মানিয়ে নিয়েছিল। তারপর দীর্ঘ বেশ কয়েক বছর জঙ্গলে আর কোনও রেড পান্ডা ছাড়া হয়নি।

 

রবিবার রাজ্য জু অথরিটি মেম্বার সেক্রেটারি বলেন, ২০০৩ সালের পর ফের আরও একবার সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে রেড পান্ডা ছাড়া হল। শনিবার পার্কের নির্দিষ্ট একটি অংশে চারটি পান্ডা ছাড়া হয়েছে। তাদের গতিবিধি নজরে রাখতে গলায় রেডিও কলার পরানো রয়েছে। ২৪ ঘণ্টা তাদের মনিটর করা হচ্ছে। আপাতত দু’মাসের জন‍্য জঙ্গলে বন‍্য পরিবেশে তাদের গতিবিধি নজরে রাখা হবে।

 

আর ও পড়ুন    লটারি ও জেরক্স দোকানের আড়ালে জাল নোটের কারবার, চললো সিআইডি হানা

 

যেহেতু তারা জন্মের পর থেকে এই প্রথমবার বন‍্য পরিবেশে গিয়ে পড়ছে তাই তারা কি ভাবে এই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেয় তা দেখা অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। যে কারণে তাদের কড়া পর্যবেক্ষনে রাখা হচ্ছে। তাঁরা মনে করছেন, বন‍্য পরিবেশে যদি তারা মানিয়ে নিতে পারে তবে তা রেড পান্ডার সংখ‍্যাবৃদ্ধির পাশাপাশি বন‍্য পরিবেশে পান্ডা ছাড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা ফের সাফল‍্যের মুখ দেখবে।

 

উল্লেখ্য, দীর্ঘদিন পর ফের জঙ্গলে ছাড়া হল ৪ রেড পান্ডা। দীর্ঘ ১৭ বছর পর ফের জঙ্গলে ছাড়া হল রেড পান্ডা। শনিবার দার্জিলিং সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে দুই জোড়া অর্থাৎ চারটি রেড পান্ডা ছাড়া হয়। তাদের নাম, স্মাইল, সিফু,নোয়েল এবং ইয়েশি। চারজনের ই বয়স চার থেকে নয় বছরের মধ‍্যে। বন দপ্তরের তোপকেদাড়া সংরক্ষণ কেন্দ্রে ৩৭টি রেড পান্ডা রয়েছে‌। এদের মধ্যে দু’টি পুরুষ ও দু’টি স্ত্রী রেড পান্ডা জঙ্গলে ছাড়া হয়। এদের বয়স আড়াই থেকে তিন বছরের মধ্যে।

 

এর আগে ২০০৩ সালে এই জঙ্গলে শেষবার চারটি রেড পান্ডা ছাড়া হয়েছিল। তারা বন্য পরিবেশে ভালো ভাবেই মানিয়ে নিয়েছিল। তারপর দীর্ঘ বেশ কয়েক বছর জঙ্গলে আর কোনও রেড পান্ডা ছাড়া হয়নি। রবিবার রাজ্য জু অথরিটি মেম্বার সেক্রেটারি বলেন, ২০০৩ সালের পর ফের আরও একবার সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে রেড পান্ডা ছাড়া হল। শনিবার পার্কের নির্দিষ্ট একটি অংশে চারটি পান্ডা ছাড়া হয়েছে। তাদের গতিবিধি নজরে রাখতে গলায় রেডিও কলার পরানো রয়েছে। ২৪ ঘণ্টা তাদের মনিটর করা হচ্ছে। আপাতত দু’মাসের জন‍্য জঙ্গলে বন‍্য পরিবেশে তাদের গতিবিধি নজরে রাখা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top