দীর্ঘসূত্রিতা নয়, উন্নয়নই লক্ষ বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

দীর্ঘসূত্রিতা নয়, উন্নয়নই লক্ষ বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দীর্ঘসূত্রিতা নয়, উন্নয়নই লক্ষ বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর । সরকারি প্রকল্পে কোনোরকম দীর্ঘসুত্রিতা বরদাস্ত নয়। লক্ষ মানুষের কাছে দ্রুত সরকারি পরিসেবা পৌঁছে দেওয়া। মঙ্গলবার বাঁকুড়ার রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক থেকে জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

জঙ্গলমহলের উন্নয়নের সাত সতেরো তাঁর যে নখদর্পণে এদিন ঠারেঠোরে তিনি তা বুঝিয়ে দিয়েছেন। বাঁকুড়া জেলায় পর্যটনের বিপুল সম্ভাবনার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হোম স্টে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জেলা প্রশাসনের কাছে পুঙ্খানুপুঙ্খ জানতে চান। দ্রুত হোম স্টে গুলি চালু করার জন্য পর্যটন দফতর ও বাঁকুড়া জেলা প্রশাসনকে নির্দেশও দেন তিনি।

 

বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে চলতে থাকা ৩৪ টি সরকারি প্রকল্পের মধ্যে বেশ কয়েকটির নাম উল্লেখ করে সেগুলি রূপায়নে দীর্ঘসূত্রিতার কারন এদিন জেলা প্রশাসনের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। জমি জট ও অন্যান্য কারনে প্রকল্পগুলির কাজ শেষ করতে দেরি হচ্ছে বলে এদিন মুখ্যমন্ত্রীকে জানান বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ” আমি এত বোকা নই যে প্রোজেক্ট অন প্রোগ্রেস বললেই তা মেনে নেব। যারা সময়মতো কাজ করতে পারে তাদের দিয়েই কাজ করান। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিগুলিতে যথেষ্ট ইঞ্জিনিয়ার না থাকায় সমস্যা হয়। সেক্ষেত্রে এইচ আর বি সি বা এইচ আই টির মতো সংস্থাকে দিয়ে কাজ করানো যেতে পারে”। কিষাণ মাণ্ডিতে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি নিয়েও এদিন মুখ্যমন্ত্রী খাদ্য দফতরের আধিকারিকদের সতর্ক করেন।

আর ও  পড়ুন  আন্তর্জাতিক স্তরে খেলার ছাড়পত্র পেলেন মালদার তনুশ্রী লালা

তিনি বাঁকুড়া জেলার দুটি অভিযোগের কথা উল্লেখ করে তার কারন জানতে চান খাদ্য দফতরের আধিকারিকদের কাছ থেকে। কোথাও বেনিয়ম হলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কৃষকরা যাতে উৎপাদিত ধানের সঠিক মূল্য পান সেজন্য কিষান মান্ডিগুলিতে নিয়মিত ওজোন যন্ত্র পরীক্ষা করার পরামর্শ দেন। এছাড়াও এদিন বাঁকুড়ার বিখ্যাত ডোকরা শিল্পের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশানের জন্য আবেদন জানানোর ব্যাপারে সংশ্লিষ্ট দফতরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এদিনের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মোট ১০৫ টি প্রকল্পের শিলান্যাস করেন। উদ্বোধন করেন মোট ৭৬ টি প্রকল্পের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top