নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর,১৬ ডিসেম্বর,২০২০: দীর্ঘ আট মাস পর আগামীকাল থেকে চালু হচ্ছে কলকাতা যাওয়ার একমাত্র ট্রেন ” রাধিকাপুর এক্সপ্রেস ” ট্রেন। উপকৃত হবেন সাধারন যাত্রী থেকে ব্যাবসায়ী মহল। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা স্টেশন থেকে রায়গঞ্জ হয়ে রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা হবে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন।
পরদিন অর্থাৎ শুক্রবার রায়গঞ্জ স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে ট্রেনটি।করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলা লকডাউনে বন্ধ করে দেওয়া হয় দেশের সমস্ত ট্রেন যোগাযোগ ব্যাবস্থা। সারা দেশের সাথে সাথে বন্ধ হয়ে যায় রায়গঞ্জ থেকে কলকাতা যাওয়ার রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন পরিষেবা। আনলক পর্বে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর লোকাল ট্রেন ও মেট্রো রেল পরিষেবা চালু হয়েছে। চালু হয়েছে বেশকিছু এক্সপ্রেস ট্রেনও। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার, করনদিঘী সহ সমস্ত এলাকার মানুষের প্রশ্ন ছিল জেলা সদর রায়গঞ্জ শহর থেকে কলকাতা যাওয়ার রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেন কবে থেকে চালু হবে। অবশেষে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে দপ্তর কলকাতা যাওয়ার রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন চালুর সবুজ সঙ্কেত দিয়েছে। দীর্ঘ আট মাস পর আগামী ১৭ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতা স্টেশন থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হবে ট্রেনটি। ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা ১৬ মিনিটে রায়গঞ্জ স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে রাধিকাপুর এক্সপ্রেস স্পেশাল ট্রেন।