নিউজ ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি, আমরা চাইলেই সকলেই হয়ে উঠতে পারি সমাজসেবী।আমাদের সামর্থ মতো সাহায্যে পিছিয়ে পড়া প্রচুর মানুষ আমাদেরই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে।তার জন্য আলাদা করে কোনোও গ্রূপ বা সংস্থার সঙ্গে হয়তো যুক্ত হওয়ার প্রয়োজন নেই।কিভাবে এই সমাজের উন্নয়ন করা সম্ভব, সমাজের সকল মানুষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে ইতিমধ্যে বহু মানুষ গবেষণা করে চলেছে।আর এরই মধ্যে এক অন্যতম ব্যক্তির নাম হল মার্ক দোয়েল।দীর্ঘ কুড়ি বছর ধরে যুক্তরাজ্যে কমিউনিটি ভিত্তিক সমাজকর্মী হিসাবে কাজ করে চলেছেন তিনি।একজন সমাজ কর্মী হিসেবে কিভাবে সমাজের উন্নয়ন করা সম্ভব সেটি অনুশীলন পদ্ধতি ও শিক্ষার দ্বারা শিক্ষার্থীদের জ্ঞাত করে চলেছেন বহু বছর ধরে।মার্ক দোয়েল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দর্শন, রাজনীতি এবং অর্থনীতি-তে স্নাতক হন এবং হাল ইউনিভার্সিটিতে একজন সমাজকর্মী হিসাবে যোগ্যতা অর্জন করেছিলেন।তবে তিনি পেশার জগতে ফের একবার সোশ্যাল ওয়ার্ক-কেই বেছে নিলেন।
বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল ওয়ার্কের প্রধান ছিলেন মার্ক।তিনি যুক্তরাজ্যের শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ের গবেষণার অধ্যাপক ছিলেন, তারপর ২০১০ সালে ইমেরিটাস-এর অধ্যাপক হয়েছিলেন। একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে সমাজের কোন দিকে নজর দেওয়া প্রয়োজন, কিভাবে সকলকে স্বনির্ভর করে তোলা সম্ভব-তা গবেষণা, গ্রূপ ওয়ার্ক ও প্রদর্শনীর দ্বারা ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষিত করে চলছেন মার্ক দোয়েল।এ-বিষয়ে তাঁর লেখা প্রায় ২১ টি বই সাথে বহু জার্নাল ও ম্যাগাজিন প্রকাশ পেয়েছে।তাঁর গবেষণার মূল বিষয় হল স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন।বিভিন্ন দেশে গিয়ে তিনি গবেষণা করেছেন সাথে নানান ইন্সটিউটে তিনি এ-বিষয়ে বক্তব্য রেখেছেন।
হ্যালাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের সাথে সাথে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।এরসঙ্গে তিনি এক্সিকিউটিভ বোর্ডের সদস্য, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্ক উইথ গ্রূপস ও জর্জিয়ার তিবিলিসি স্টেট ইউনিভার্সিটির প্রফেসর এবং ফিলোসফির ডাক্তার, ভিলনিয়াসের লিথুয়ানিয়ান এডুকেশনাল সায়েন্সেস ইউনিভার্সিটির ভিজিটর অধ্যাপক, নেদার এজ এজেন্সি কমিউনিটি ফেস্টিভাল ও শেফিল্ড-এর সদস্য হলেন মার্ক দোয়েল।



















