দীর্ঘ ছয় বছর ধরে এস এস সি কে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই এস এস সি কে কুশ পুতুলের মাধ্যমে পুড়িয়ে ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখালো এস এস সি চাকরি প্রার্থী। দীর্ঘ ছয় বছর ধরে এসএসসির কোন পরীক্ষা নেয়া হচ্ছে না তাই বিক্ষোভ দেখালো প্রার্থীরা। ২০১৬ সালের ডিসেম্বর মাসে লাস্ট পরীক্ষা হয়েছিল তারপর থেকে এসএসসির কোন নোটিফিকেশনে দেয়া হয়নি এবং পরীক্ষাও নেয়া হয়নি।
এরই মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় সাত থেকে আট লাখ বিএড পরীক্ষা প্রার্থী নোটিফিকেশনের জন্য এবং চাকরির জন্য অপেক্ষা আছে। স্কুল সার্ভিস কমিশন কোন নোটিফিকেশন জারি করছে না তাই এদের দাবি আগামী এক মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশন জারি করুন। এসব চাকরি প্রার্থীরা, চায় সবার আগের মতো এসএসসি পরীক্ষা হোক এবং সবকিছু পুরনো অবস্থায় ফিরে আসুক।
প্রতিবছর লাভ-খানকের উপর স্টুডেন্ট বিএড পরীক্ষা দিয়ে বেরোচ্ছে। অথচ চাকরি পাচ্ছে না তাই সংখ্যাটা এখন প্রায় সাত থেকে আট লাখ প্রার্থী চাকরির জন্য অপেক্ষা করছে, কারণ ছ’বছর পরীক্ষা নেয়া হয়নি বলে দিন দিন সংখ্যাটা বেড়ে চলছে। দীর্ঘ ছয় বছর ধরে এসএসসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আজকে পুড়িয়ে সৎকার করা হলো। যাতে নতুন জন্ম আবার ফিরে পায়।
আরও পড়ুন – উত্তরের ফিল্মসিটি নিয়ে আশার ইঙ্গিত মিমি চক্রবর্তীর
উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর ধরে এসএসসির কোন পরীক্ষা নেয়া হচ্ছে না তাই বিক্ষোভ দেখালো প্রার্থীরা। ২০১৬ সালের ডিসেম্বর মাসে লাস্ট পরীক্ষা হয়েছিল তারপর থেকে এসএসসির কোন নোটিফিকেশনে দেয়া হয়নি এবং পরীক্ষাও নেয়া হয়নি। এরই মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় সাত থেকে আট লাখ বিএড পরীক্ষা প্রার্থী নোটিফিকেশনের জন্য এবং চাকরির জন্য অপেক্ষা আছে।
স্কুল সার্ভিস কমিশন কোন নোটিফিকেশন জারি করছে না তাই এদের দাবি আগামী এক মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশন জারি করুন। এসব চাকরি প্রার্থীরা, চায় সবার আগের মতো এসএসসি পরীক্ষা হোক এবং সবকিছু পুরনো অবস্থায় ফিরে আসুক। প্রতিবছর লাভ-খানকের উপর স্টুডেন্ট বিএড পরীক্ষা দিয়ে বেরোচ্ছে। অথচ চাকরি পাচ্ছে না তাই সংখ্যাটা এখন প্রায় সাত থেকে আট লাখ প্রার্থী চাকরির জন্য অপেক্ষা করছে, কারণ ছ’বছর পরীক্ষা নেয়া হয়নি বলে দিন দিন সংখ্যাটা বেড়ে চলছে।