দীর্ঘ লড়াইয়ের অবসান, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার

দীর্ঘ লড়াইয়ের অবসান, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৭জুলাই,২০২১: দীর্ঘ লড়াইয়ের অবসান, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। জুন মাসের শেষে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল অভিনেতার। অক্সিজেন সাপোর্টও দেওয়া হয়েছিল তাঁকে। দীর্ঘদিন ধরেই বার্ধ্যকজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। ফুসফুসে জল জমেছিল।

দেখা দিয়েছিল কিডনির সমস্যাও। গত ৬ জুন শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিলীপ কুমারকে। সেই সময়ও অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল অভিনেতাকে। এরপর ১১ জুন হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কিন্তু গত মাসেই দ্বিতীয়বারের জন্য ফের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ৩০ জুন দ্বিতীয়বার হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। আইসিইউ- তে রাখা হয়েছিল অভিনেতাকে। এর আগে ফুসফুসে জল জমার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার।

https://twitter.com/TheDilipKumar/status/1412600233062699008?s=19


প্রায় ছয় দশকের বলিউড কেরিয়ার দিলীপ কুমারের। তাঁকে ‘ট্র্যাজেডি কিং’ আখ্যা দেওয়া হত।১৯৯৮০এ মুক্তিপ্রাপ্ত ‘কিলা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল দিলীপের অভিনয়। ১৯৯৪-এ দাদা সাহেব ফালকে এবং ২০১৫-এ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি।গোটা কেরিয়ারে প্রায় ৬৫টি ছবিতে অভিনয় করেছেন। দেবদাস , মুঘল ই আজম , গঙ্গা যমুনা , ক্রান্তি , কর্মা -র মতো ছবি বলিউডের ইতিহাসে চিরকাল মনে রাখবেন সিনে প্রেমী দর্শক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top