রাজ্য – দীর্ঘ নয় বছর পর রাজ্যে আবার শুরু হলো স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর শিক্ষক নিয়োগ পরীক্ষা। যোগ্য ও অযোগ্য শিক্ষক বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়েই এই পরীক্ষা রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগের দ্বার খুলতে পারে বলে আশা করা হচ্ছে। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে মোট সাতটি স্কুলে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। প্রায় ৩৫০০ জন পরীক্ষার্থী আজকের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিচ্ছেন।
নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন হাই স্কুলে আজ পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলও। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অনিয়ম না ঘটে। পরীক্ষার্থীদের কড়া তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে।
এবারের এসএসসি পরীক্ষায় একটি বিশেষ দিক হলো, পরীক্ষার্থীরা যখন কেন্দ্রে প্রবেশ করছেন, তাঁদের চেকিং করছেন প্রাইভেট বাউন্সাররা। প্রশ্নপত্র ফাঁস বা কোনওরকম গোপন তথ্য বাইরে চলে যাওয়া রোধ করতে কমিশন যে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে।
রাজ্যজুড়ে এই পরীক্ষাকে ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে আশা ও উদ্বেগ দুই-ই প্রবল। অনেকের মতে, এই পরীক্ষা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন দিগন্ত খুলে দিতে পারে, তবে অতীতের অনিয়মের ইতিহাস মাথায় রেখে এবার কমিশনের সুষ্ঠু পরিচালনা নিয়ে সবার চোখ এখন এসএসসি’র দিকে।
