রাজনৈতিক কার্যালয়ে দুঃস্থ বাচ্চাদের পড়িয়ে নজির স্থাপন করলেন তৃনমূল কাউন্সিলর

রাজনৈতিক কার্যালয়ে দুঃস্থ বাচ্চাদের পড়িয়ে নজির স্থাপন করলেন তৃনমূল কাউন্সিলর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজনৈতিক কার্যালয়ে দুঃস্থ বাচ্চাদের পড়িয়ে নজির স্থাপন করলেন তৃনমূল কাউন্সিলর। কে বলেছে রাজনীতির মানুষেরা শুধু রাজনীতি বোঝেন! শিলিগুড়ির তৃনমূল কাউন্সিলর এই কথা ভুল প্রমাণ করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন। পুরো ব্যাপারটা খুলে বলা যাক। শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর অভয়া বসু। তার কার্যালয় সন্ধ্যা হলেই পরিনত হয় টিউশন ঘরে। সেখানে এলাকার পিছিয়ে পড়া বাচ্চারা আসে, পড়াশোনা করে। স্কুলের হোম ওয়ার্ক সাথে। স্বভাবতই কাউন্সিলরের এই উদ্যোগ সাড়া ফেলেছে শিলিগুড়ি জুড়ে। এতে খুশি অভিভাবকেরাও।

 

তাদের কথায়, ছেলে মেয়েরা নিয়মিত স্কুলে গেলেও বাড়িতে এসে মে পড়বে সেই পরিস্থিতি অনেক সময় থাকে না। স্কুল ছাড়া নতুন করে প্রাইভেট টিউশনি দেবার মত সামর্থ্যও নেই। আর এই সময় দেবদূত হয়ে সমস্যার সমাধান করেছেন কাউন্সিলর অভয়া বসু। বাচ্চাদের নিজের উদ্যোগে পড়াচ্ছেন।

আর ও পড়ুন      বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের প্রাণের ইছামতীর পাড়ে নববর্ষ পালন

অন্য এক অভিভাবকের কথায়, “অনেক ভোট প্রার্থীরাই ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দিলেও ভোটে জিতে তাদের আর খোঁজ থাকে না। কিন্তু অভয়া বসু ভোট প্রচারে বাড়ি বাড়ি ঘুরে বলেছিলেন ভোটে জিতলে এলাকার ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব তাঁর। আর সেই কথা তিনি রেখেছেন। আমরা খুশি”।

 

এই প্রসঙ্গে কাউন্সিলর অভয়াবসু বলেন, “ওয়ার্ডে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রচুর পরিবার রয়েছে। এখানকার শিশুরা বাড়িতে এসে পড়তে পারে না। সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে আরও বড় আকারে তাদের পড়ানোর ব্যবস্থা করার ইচ্ছা রয়েছে।” যদিও পড়াশোনা দিক দেখার পাশাপাশি নাগরিকদের পরিষেবা দিতেও ভোলেননি তিনি। তাই দিনের বেলা তার কাউন্সিলরের কাজ আর রাতে ছেলে মেয়েদের পড়াশোনা। এই নিয়েই এগোচ্ছেন তৃণমূল কাউন্সিলর অভয়া বসু। দুঃস্থ বাচ্চাদের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top