নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৬ এপ্রিল, সারা দেশে লকডাউনের জেরে গরীব মানুষদের মাথায় হাত পেট চলবে কিকরে সেই চিন্তায়।আর সেই গরীব মানুষদের পাশে এগিয়ে এল এবার জঙ্গিপুরের জোতকমল গ্রাম পঞ্চায়েতের পিয়ারাপুর গ্রামের ১১১ নং বুথের কিছু মার্চেন্ট, খাদি লাইসেন্স হোল্ডার ও কিছু বিশিষ্ট ব্যক্তি।
এদিন গ্রামের গরিব ও দুঃস্থ মানুষদের পরিবারপিছু ৫ কেজি চাল, ২ কেজি আলু, ৪০০ গ্রাম ডাল এবং ১ পেকেট লবন দিয়ে ১১০ টি পরিবারকে সাহায্য করেন।তারা এই কমিটির নাম দেন পিয়ারাপুর কমিটি।এই কমিটির এক সদস্য রথীন বাগীরা বলেন, “আমরা এই দুঃসময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি।আগামী দিনে ও আমরা এইভাবে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো”।