ভাইরাল – তিন পুত্রকে বাইকে বসিয়ে রাস্তায় বেরিয়েছেন তরুণ। কিন্তু বাইকের আসনে বসানোর জায়গা নেই তাদের। তাই এক পুত্রকে বাইকের সামনে বসিয়ে অন্য দুই পুত্রকে মুরগির খাঁচার ভিতর ভরে দিলেন সেই তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
‘রোলরিডা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাইকের পিছনে লাগানো মুরগি ভরে রাখার একটি খাঁচাj ভিতর বসে রয়েছে দুই খুদে। তাদের পিতা বাইক চালাচ্ছেন। বাইকের সামনে বসে রয়েছে তাঁর আরও এক পুত্র। তিন পুত্রকে বাইকের আসনে বসানোর জায়গা না থাকার কারণে মুরগির খাঁচার ভিতর দুই ছেলেকে বসিয়ে দিয়েছেন তিনি। হেলমেট পরে ছিলেন না কেউ। বাইকের পিছনে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। গাড়ির সামনের আসনে বসে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন তিনি। ঘটনাটি কোথাকার সে বিষয়ে উল্লেখ না থাকলেও বাইকের নম্বর প্লেট দেখে বোঝা যায় যে, সেটি অন্ধ্রপ্রদেশের। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে যাওয়ার পর হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন মজা করে লিখেছেন, ‘‘বাচ্চাদের আস্ত খাঁচায় ভরে ফেলার বুদ্ধিটা তো দারুণ!’’ আবার নেটাগরিকদের একাংশ বাইকচালককে সতর্ক করেছেন যে, তাঁদের সকলের হেলমেট পরা প্রয়োজন ছিল।
