দুই দিনের রাজ্য সফরে রাষ্ট্রপতি মুর্মু, একাধিক রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ

দুই দিনের রাজ্য সফরে রাষ্ট্রপতি মুর্মু, একাধিক রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দেশ – বুধবার কলকাতায় এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সফরের প্রথম দিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। বৃহস্পতিবার রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে শহরে কড়া নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, ৩০ জুলাই বিকেল ৪:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত সিন্থি ক্রসিং, বি টি রোড, টালা ব্রিজসহ একাধিক রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ ছিল। ৩১ জুলাই সকাল ৮:৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত আর আর এভিনিউ, রেড রোড, মা উড়ালপুল, ই এম বাইপাস, দুর্গাপুর ব্রিজসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে।

রাষ্ট্রপতি ১ আগস্ট ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশে কলকাতা ত্যাগ করবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top