দুই প্রতিবেশী বচসার জেরে লাঠির আঘাতে চোখের দৃষ্টিশক্তি হারালো এক নিরীহ গ্রামবাসী। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে, হবিবপুর থানার ধুমপুর গ্রামে।
জানা গিয়েছে, আক্রান্ত গ্রামবাসীর নাম সাঞ্জেল মার্ডি(৪২)। অভিযুক্ত যুবকের নাম দিলীপ মুর্মু। বুধবার বিকেলে গ্রামে একটি গাছের তলায় বসে প্রতিবেশীদের সাথে গল্প গুজব করছিলেন সাঞ্জেল মার্ডি। সেই সময় প্রতিবেশী সোকেন বর্মন এর সাথে কেবল লাইন নিয়ে বচসা শুরু হয় দিলীপ মুর্মুর। অভিযোগ, সেই সময় সোকেনের উপর লাঠি নিয়ে চড়াও হয় দিলীপ মুর্মু। তাদের বচসা থামাতে গিয়ে লাঠির আঘাত লাগে সাঞ্জেলের বাঁ চোখে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে পরিজনেরা। সেখানে তার চোখের অবস্থা আশঙ্কাজনক দেখে রাতেই তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। আক্রান্ত সাঞ্জেল মার্ডি জানিয়েছেন, তার সাথে কোন গণ্ডগোল ছিল না। দুই প্রতিবেশীর গন্ডগোল থামাতে গিয়ে তার বাঁ চোখের দৃষ্টি হারিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথাও জানিয়েছেন তিনি।