দুই বছর থমকে থাকার পর আবার জমজমাট জলপাইগুড়ির রথ যাত্রা, রথ ঘুরল গোটা শহর

দুই বছর থমকে থাকার পর আবার জমজমাট জলপাইগুড়ির রথ যাত্রা, রথ ঘুরল গোটা শহর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দুই বছর থমকে থাকার পর আবার জমজমাট জলপাইগুড়ির রথ যাত্রা, রথ ঘুরল গোটা শহর। দুই বছর থমকে থাকার পর আবার জমজমাট জলপাইগুড়ির রথ যাত্রা। রথ ঘুরল গোটা শহর। জলপাইগুড়ি শহরের সবচেয়ে বড় রথ টি হলো গৌরীয় মঠের রথ। আষাঢ় মাসের শুল্ক পক্ষের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় রথযাত্রা। এই সময়ে ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রার সাথে তিনটি রথে চড়েন। দুইবছর করোনার জন্য গৌরীয় মঠেই রথ টানা হয়েছিল।

 

কিন্তু এই বছর ফের রথ যাত্রা শুরু হলো জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায়।এই দিন গৌরীয় মঠে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন।গৌরীয় মঠে জগন্নাথ দেবকে পুজো দিয়ে তার মাসীর বাড়ি যোগোমায়া কালি মন্দীরে রথটি যাত্রা করে।অসংখ্য ভক্তরা সামনে জল দিয়ে রাস্তা পরিষ্কার করে জগন্নাথ দেবের সেই যাত্রা কে সফল করে।

 

রথের দড়ি টেনে পূর্ণ লাভ হয়। তাই সেই রথের দড়ি টানতে ভক্তদের হুড়োহুড়ি করতে দেখা যায়।পাশাপাশি প্রাচীন আমল থেকেই জলপাইগুড়ি তে এই যাত্রা উপলক্ষে যোগোমায়া কালিবাড়িতে একটি মেলার আয়োজন হয়। এই বার সেই মেলাতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন।

আরও পড়ুন – শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন শুভেন্দু

উল্লেখ্য, জলপাইগুড়ি শহরের সবচেয়ে বড় রথ টি হলো গৌরীয় মঠের রথ।আষাঢ় মাসের শুল্ক পক্ষের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় রথযাত্রা। এই সময়ে ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রার সাথে তিনটি রথে চড়েন। দুইবছর করোনার জন্য গৌরীয় মঠেই রথ টানা হয়েছিল। কিন্তু এই বছর ফের রথ যাত্রা শুরু হলো জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায়। এই দিন গৌরীয় মঠে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন।গৌরীয় মঠে জগন্নাথ দেবকে পুজো দিয়ে তার মাসীর বাড়ি যোগোমায়া কালি মন্দীরে রথটি যাত্রা করে।

 

অসংখ্য ভক্তরা সামনে জল দিয়ে রাস্তা পরিষ্কার করে জগন্নাথ দেবের সেই যাত্রা কে সফল করে।রথের দড়ি টেনে পূর্ণ লাভ হয়। তাই সেই রথের দড়ি টানতে ভক্তদের হুড়োহুড়ি করতে দেখা যায়।পাশাপাশি প্রাচীন আমল থেকেই জলপাইগুড়ি তে এই যাত্রা উপলক্ষে যোগোমায়া কালিবাড়িতে একটি মেলার আয়োজন হয়।এই বার সেই মেলাতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top