দুই বছরের খরা কাটল বক্সা টাইগার রিজার্ভে, ক্যামেরাবন্দি হল বিশাল ডোরাকাটা

দুই বছরের খরা কাটল বক্সা টাইগার রিজার্ভে, ক্যামেরাবন্দি হল বিশাল ডোরাকাটা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তরবঙ্গ – দুই বছরের অপেক্ষার পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ফের ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি। বৃহস্পতিবার রাত ৮ টা ১৯ মিনিটে বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় একটি পূর্ণবয়স্ক বাঘের ছবি ধরা পড়ে। শুক্রবার সেই ছবি প্রকাশ করে রাজ্যের বনদপ্তর। বনকর্তারা প্রাথমিকভাবে অনুমান করছেন, ভুটান থেকে এই বাঘ বক্সা টাইগার রিজার্ভে প্রবেশ করতে পারে। তবে অসমের বনাঞ্চলের সঙ্গেও সংযোগ থাকার কারণে ঠিক কোন এলাকা থেকে বাঘটি এসেছে তা খতিয়ে দেখছে বনদপ্তর। ক্যামেরায় ধরা পড়া বাঘটি পুরুষ না স্ত্রী, তা এখনও চিহ্নিত করা যায়নি।
২০২১ সালের ১১ ডিসেম্বর প্রথমবার বক্সার জঙ্গলে বাঘের ছবি ক্যামেরাবন্দি হয়েছিল। পরেরবার ২০২৩ সালের ২৮ ও ৩১ ডিসেম্বর দুটি আলাদা ছবিতে একই বাঘ ধরা পড়ে। ২০২৪ সালে কোনও চিহ্ন মিলেনি। বন্যপ্রাণ প্রেমীদের আশায় ভর করে আশা করা হয়েছিল ২০২৫ সালে দেখা মিলবে, কিন্তু ডিসেম্বরে কোনও ছবি ধরা পড়েনি। অবশেষে নতুন বছরের শুরুতেই বাঘের ছবি ক্যামেরাবন্দি হলো। এই ঘটনার পরই বনদপ্তর জানিয়েছে, বক্সা টাইগার রিজার্ভে বাঘের বসবাসযোগ্য পরিবেশ এখনও রয়েছে।
রাজ্যের মুখ্য বনপাল সন্দীপ সুন্দরিয়াল জানান, “ঘনঘন বক্সায় বাঘের আনাগোনার প্রমাণ মিলছে। এটি প্রমাণ করে, বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে বাঘ থাকার উপযুক্ত পরিবেশ রয়েছে। সব জায়গায় ট্র্যাপ ক্যামেরা রাখা সম্ভব নয়। অনেক সময় বাঘ থাকলেও তা ক্যামেরায় ধরা পড়ে না। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। বাঘটি পুরুষ না স্ত্রী, তা খতিয়ে দেখছি।”
বক্সায় বাঘের উপস্থিতি পেয়ে খুশি হয়েছেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি বলেন, “ট্র্যাপ ক্যামেরার চিপ খতিয়ে দেখার পরই আমরা নিশ্চিত হয়েছি, বাঘের ছবি ধরা পড়েছে। তার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাঘের উপযুক্ত পরিবেশ তৈরির জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
১৯৮২ সালে আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র বন দেশের ১৫তম বাঘ সংরক্ষিত এলাকা হিসেবে মর্যাদা পায়। সেই সময় এখানে ২০টিরও বেশি বাঘ থাকার রেকর্ড ছিল। পাহাড় ও সমতল মিলিয়ে মোট ৭৬০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বক্সা টাইগার রিজার্ভ বিস্তৃত। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাঘের সংখ্যা কমে গিয়ে বনাঞ্চল একসময় বাঘশূন্য বলে মনে করা হয়েছিল। বনকর্তারা জানাচ্ছেন, নিয়মিত ভুটান থেকে বাঘের আনাগোনা হলেও ধীরে ধীরে বক্সার বনাঞ্চলে পুনরায় বাঘের উপস্থিতি স্পষ্ট হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top