দুই বাংলার ভাষা উৎসবে ছিলেন বাংলাদেশের মন্ত্রী স্বপন ভট্টাচার্য

দুই বাংলার ভাষা উৎসবে ছিলেন বাংলাদেশের মন্ত্রী স্বপন ভট্টাচার্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে লাটাগুড়িতে এলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।লাটাগুড়িতে আইন জীবিদের সংগঠন আইন জীবি কল্যাণ সমিতির আয়োজিত একটি কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যপাল। রাজ্যপালের সাথে তার স্ত্রী সুদেশ ধনকরও এসেছেন এই কর্মশালাতে।

এদিন সকালে কলকাতা থেকে বিশেষ বিমান রাজ্যপাল বাগডোগরা বিমানবন্দরে আসেন। বিমানবন্দর থেকে সোজা লাটাগুড়িতে আসেন রাজ্যপাল। সকাল ১১টা নাগাত লাটাগুড়ির একটি বেসরকারি রিসোর্টে আইন জীবিদের অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি । লাটাগুড়িতে রাজ্যপালের নিরাপত্তার জন্য সমস্ত রকমের ব্যাবস্থা করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে।এই অনুষ্ঠানে ১ঘন্টা থাকার কথা রাজ্যপালের। কর্মশালা শেষে রাজ্যপাল শিলিগুড়িতে রাজ্যসরকারের অতিথি নিবাসে থাকার কথা রয়েছে। আজ সন্ধ্যাতেই রাজ্যপাল কলকাতার উদ্দেশে রওনা হবেন।রাজ্যপালের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কোলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি, রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব এছাড়াও গোটা দেশ থেকে প্রচুর আইনজীবীরা এই কর্মশালায় অংশ নিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top