নিজস্ব সংবাদদাতা,নারায়নপুর, উত্তর ২৪ পরগনা:আজ সকালে রাজারহাট এর দিক থেকে ৯১ রুটের একটি বাস কৈখালীর দিকে যাওয়ার সময় নারায়ণপুর মোড়ে দাঁড়ালে বাসের মধ্যে থেকে দুই মহিলা কে যাত্রীরা টেনে নীচে নামায়। যাত্রীদের হৈচৈ দেখে এগিয়ে আসে স্থানীয়রা।
বাসের মধ্যে এক মহিলা যাত্রীর ব্যাগ ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় দুই মহিলা। দুই মহিলার সঙ্গে একটি বছর তিনেকের মেয়ে ছিল। স্থানীয়রা খবর দেয় নারায়ণপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দুই মহিলাকে গ্রেফতার করে। সঙ্গে থাকা মেয়ে টিকে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের নাম জয়ন্তী বেদ ও জিনা বেদ। বাড়ি নদীয়া জেলার কৃষ্ণনগরে।
পুলিশ সূত্রে খবর, লেকটাউন, বাগুইআটি, চিনারপার্ক, এয়ারপোর্ট, রাজারহাট সহ বিভিন্ন জায়গায় এরা ছিনতাই চালাতো। এদের একটি গ্যাং আছে।বাকিদের ধরতে বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে নারায়নপুর থানার পুলিশ।
আরও পড়ুন…ফুল ছাড়াই অঞ্জলি হল বাগবাজার সর্বজনীনে
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মোবাইল, দুটি মানি ব্যাগ ও বেশকিছু নগদ টাকা। আজ ধৃত দুই মহিলাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।